- খেলাধুলা, জাতীয়, সারাদেশ

ক্রীড়াঙ্গনের অস্বচ্ছল পরিবারের পাশে সৈয়দা ফারহানা কাউনাইন

ক্রীড়া প্রতিবেদকঃ
০৬ মে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঞা স্টেডিয়ামে ক্রীড়া সংস্থার অর্থায়নে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোভিড – ১৯ ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলার ১ হাজার ক্রীড়াঙ্গনের অস্বচ্ছল পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়াবান্ধব সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মুজিব বর্ষ উপলক্ষে নরসিংদী স্টেডিয়ামের বছরজুড়ে নানান খেলাধুলায় ব্যস্ত থাকত। অথচ করোনা ‘র কারণে সব বিপর্যস্ত । রোগ বালাইর উপর কারো হাত নেই, ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে ইনশাল্লাহ।  তিনি ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট অস্বচ্ছল পরিবারের পাশের থাকার কথা বলেন। তিনি খাদ্যসামগ্রী বিতরণ কালে খেলোয়াড়, সংগঠকদের খোঁজ খবর নেন এবং ক্ষুদে খেলোয়াড়দের টিভিতে আমার ঘরে আমার স্কুল দেখার নির্দেশ দেন। ক্রীড়া সংস্থার সদস্যদের স্বাস্থ্যবিধি মেনে ক্রীড়াঙ্গনের অস্বচ্ছল পরিবারে খাদ্যসামগ্রী পাঠিয়ে দেয়ার নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহিনুল ইসলাম ভূঁইয়া, সহ সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ, সহসভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, আলহাজ্ব মোস্তফা মিয়া, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া, ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ মিজানুর রহমান চৌধুরী, মহিলা ক্রীড়া সংস্থার তৌহিদা আক্তার রুনা, জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মনজিল এ মিল্লাত, সাধারণ সম্পাদক মুহাম্মদ জয়নুল আবেদিন, ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব, আনিসুর রহমান ভূঁইয়া, কোষাধ্যক্ষ মি. আলম,শহিদুল ইসলাম রণি মোল্লা ও শফিকুল ইসলাম রানা প্রমুখ।