- জাতীয়, নরসিংদীর খবর, পলাশ, বেলাবো, মনোহরদী, রায়পুরা, লিড নিউজ, শিবপুর, সারাদেশ

” অনলাইন বিকিকিনিঃ নরসিংদীর কোরবানির হাট ” ওয়েবসাইটের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ

১৮ জুলাই  করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়ানোর লক্ষ্যে আসন্ন ঈদ-উল-আযহায় কোরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য জেলা প্রশাসন, নরসিংদীর উদ্যোগে “অনলাইন বিকিকিনি: নরসিংদীর কোরবানির হাট” নামক ওয়েবসাইট এবং “অনলাইন নরসিংদীর কোরবানির হাট” নামক মোবাইল এপ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মো: মোস্তাফিজুর রহমান পিএএ, বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
অনুষ্ঠানে  প্রধান অতিথি নরসিংদীর সম্মানিত জেলা প্রশাসক ও তাঁর টিমকে অনন্য এ উদ্যোগ গ্রহণ করবার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি নরসিংদীর ওয়েবসাইটকে ন্যাশনাল সাইটে যুক্ত করার, অনলাইন স্লটার হাউজ চালু করার এবং ঈদের পরেও উক্ত অনলাইন বিকিকিনি চালু রাখার পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে নরসিংদীর ৬ টি উপজেলার নির্বাহী অফিসার, জনপ্রতিনিধি ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভাপতি তাঁর বক্তব্যে করোনা মোকাবেলায় ডিজিটাল বাংলাদেশ এর কার্যকারিতা উল্লেখ করেন এবং স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু ক্রয়ের আহবান জানান।