- জাতীয়, নরসিংদীর খবর, পলাশ, বেলাবো, মনোহরদী, রায়পুরা, লিড নিউজ, শিবপুর, সারাদেশ

লকডাউনের তৃতীয় দিনে জেলা প্রশাসন নরসিংদীর কুইক রেসপন্স টিম

মারুফ মিয়া
০৭ এপ্রিল  মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এবং সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার এঁর তত্ত্বাবধানে লকডাউনের তৃতীয় দিনে কোভিড -১৯ এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে  সচেতনতামূলক কার্যক্রমটি নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা-সাহেপ্রতাপ-চৌয়ালা-সাটিরপাড়া-হোসেন বাজার পর্যন্ত পরিচালিত হয়।

উল্লেখিত পয়েন্ট সমূহে উপস্থিত থেকে সচেতনতামূলক বক্তব্য রাখেন কুইক রেসপন্স টিমের আহবায়ক সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম সারোয়ার রাব্বি, অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, পাঁচদোনা ফাঁড়ির ইনচার্জ এসআই ইউসুফ, মেহেরপাড়ার চেয়ারম্যান মোঃ মাহবুবুর হাসান ,খোঁজ খবর পত্রিকার সম্পাদক মনজিল এ মিল্লাত, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পরে পাঁচদোনা বাজার ও পৌর ঈদগাহ বাজার ও সাটিরপাড়া হোসেন মার্কেটে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ কর্মসূচি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের সদস্য বৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ, আনসার-ভিডিপি সদস্যবৃন্দ, অনির্বাণ ও স্বপ্নডানার সদস্যবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ।

কোভিড-১৯ প্রতিরোধে এ কার্যক্রম অব্যাহত থাকবে।