নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস ২০২১, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রথমবারের মত পুষ্পস্তবক অর্পণ করে নরসিংদী লেডিস ক্লাব। পুষ্পস্তবক অর্পণে নেতৃত্ব প্রদান করেন নরসিংদী লেডিস ক্লাবের সভাপতি রিফাত আখতার। বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং সর্বক্ষেত্রে নারীর সফল পদচারণা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে গত ৭ ডিসেম্বর ২০২১, যাত্রা শুরু করে নরসিংদী লেডিস ক্লাব। পুষ্পস্তবক অর্পণের সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের নারী সংগঠন পুনাক এর সভাপতি মোছাঃ আলেয়া ফেরদৌসী, লেডিস ক্লাবের সম্পাদক তামান্না আফরিন, মানসুরা আক্তার, প্রকৌশলী সারা ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার ও জেনারেল সার্টিফিকেট অফিসার রিনাত ফৌজিয়া, রেভিনিউ ডেপুটি কালেক্টর মোছাঃ শারমিন ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা সানিয়া, এক্সিকিউটিভ তানজিলা জান্নাত রেটিনা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সেলিনা আক্তার, জেলা তথ্য অফিসার নাছিমা খাতুন, জেলা কালচারাল অফিসার শাহেলা খাতুনসহ জেলার সকল নারী অফিসার ও বিভিন্ন দপ্তরের অফিসারদের সহধর্মিণীবৃন্দ।
এদিকে নরসিংদী বিয়াম জিলা স্কুলে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিফাত আখতার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুনাক সভাপতি ও নরসিংদী জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোছাঃ আলেয়া ফেরদৌসী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তাহমিনা আক্তার লাইলী, সাধারণ সম্পাদিকা তৌহিদা সরকার রুনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহসভাপতি তামান্না আফরিন। ক্রীড়ানুষ্ঠানে শত শত নারী অংশ গ্রহণ করেন।
