- জাতীয়, নরসিংদীর খবর, পলাশ, বেলাবো, মনোহরদী, রায়পুরা, লিড নিউজ, শিবপুর, সারাদেশ

বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগে কারারচর ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক
“বঙ্গবন্ধু জেলা ফুটবললীগ (২০২০-২০২১খ্রি.) ফাইনাল খেলা রোববার নরসিংদী মোছলেহউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে। খেলায় কারারচর হলুদ ক্রীড়াচক্র ৪—৩ গোলে দগরিয়া মনির স্মৃতি ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
সমাপনী খেলায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি  আবু নইম মোহাম্মদ মারুফ খান। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দল ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রফিসহ  ৫০ হাজার টাকা প্রাইজ মানি এবং রানার আপ দলকে ট্রফিসহ প্রাইজ মানি  ৩০ হাজার টাকা প্রদান করা হয়।
খেলায় শ্রেষ্ঠ গোল দাতার পুরস্কার লাভ করেন দগরিয়া মনির স্মৃতি ফুটবল একাদশ এর ৬নং জার্সি পরিহিত খেলোয়ার মোবারক হোসেন।
শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন রানার আপ দলের খেলোয়াড় ১নং জার্সি পরিহিত খেলোয়াড় রাজিব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ভূঞা, জেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য রায়পুরা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, নরসিংদী প্রেসক্লাবে সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শাহ্, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা মিয়া,নরসিংদী জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য তাহমিনা আক্তার লাইলী, জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মনজিল এ মিল্লাত, সাধারণ সম্পাদক মুহাম্মদ জয়নুল আবেদীন, সাংবাদিক হলধর দাস, ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আনিসুর রহমান, শহিদুল ইসলাম রনি, শফিকুল ইসলাম রানা উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন মোঃ সোহরাব হোসেন। তার সহকারী ছিলেন সাজ্জাদ হোসেন ও রাসেল মাহমুদ।
উল্লেখ্য,খেলা শেষ হওয়ার মিনিট দুই আগে  অফসাইট হওয়া না হওয়া বিতর্ক নিয়ে বিজিত দলের খেলোয়ার মোবারক হোসেন সহ কয়েকজন খেলোয়ার মাঠ ত্যাগ করেন। কয়েকমিনিট পরে কম খেলোয়ার দিয়েই খেলার সমাপনী টানেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে নরসিংদী মুসলেহ উদ্দিন ভূঞা স্টেডিয়ামে বছর জুড়ে খেলাধুলা চলবে। খেলাধুলা শরীর ও মন প্রফুল্ল থাকে। খেলায় জয় পরাজয় থাকবেই । অবশ্যই শৃঙ্খলা মেনে চলতে হবে। বিশৃংখলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগে জেলার ১০ টি দল অংশ গ্রহণ করে।