নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, শেখ রাসেল সকল শিশু কিশোরদের স্বতঃস্ফূর্ততার প্রতিক। তিনি বলেন, শেখ রাসেল দিবস পালনের উদ্দেশ্যে হলো, দেশের একটি শিশুরও যেন আর শেখ রাসেলের মতো নির্মম মৃত্যু না হয়। অন্যায় অবিচার জুলুম প্রতিহিংসার শিকার না হয়। দেশের প্রতিটি শিশুকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যার যা অবস্থান থেকে একযুগে কাজ করতে হবে।
১৮ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমিতে শেখ রাসেল দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার। “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয় ” প্রতিপাদ্যে বিষয়ে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি জি এম তালেব হোসেন, নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, স্থানীয় সরকার উপপরিচালক মৌসুমী সরকার রাখী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারীসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্ণধারগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট সদস্য বৃন্দ।
শিশু কিশোরদের নিয়ে কেক কাটার পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা শিল্পকলা একাডেমি (নতুন ভবন) পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালির নেতৃত্ব জেলা প্রশাসক ড. বদিউল আলম।
আলোচনা সভার পূর্বে কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক ২০২৩ প্রদান অনুষ্ঠান সরাসরি অবলোকন করা হয়। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি ও জেলা পাবলিক লাইব্রেরীর আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এরপূর্বে সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মুখে জয় বাংলা চত্ত্বরে স্থাপিত শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড .বদিউল আলম। এছাড়া তিনি মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক হিসেবে বীরমুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে এবং অফিসার্স ক্লাবের সভাপতি হিসেবে অফিসার্সদের নিয়ে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে নরসিংদী পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি জিএম তালেব হোসেন, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলামসহ জেলার প্রতিটি সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেনি পেশার নরসিংদীর সর্বস্তরের মানুষ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এরপর জেলা প্রশাসক ড. বদিউল আলম শিশু কিশোর দের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকীর কেক কেটে মিষ্টি মুখ করা হয়।
