৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন ॥ শত কোটি টাকার ক্ষতি
মোঃ মুছা
দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের হাট প্রাচ্যের ম্যানচেষ্টার বলে খ্যাত নরসিংদীর শেখেরচর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার শেখেরচর বাবুরহাটে উত্তর পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী প্রধান গলিতে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দোকান মালিকরা জানান রাত সাড়ে ১১ টার দিকে একটি সাটিং শুটিংয়ের দোকানের ভিতর আগুন জ্বলতে দেখে তারা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পলাশ, নরসিংদী, বেলাব, রায়পুরা, মনোহরদী, গাজীপুর, নারায়নঞ্জনসহ ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট আগুন নিভানোর কাজে যুক্ত হয়। দীর্ঘ চার ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যাওয়া দোকান গুলোর অধিকাংশই থ্রি পিস ও থান কাপড়ের হওয়ার সুবাদে আগুন দ্রুত চারপাশের ৮০টি দোকানে ছড়িয়ে পড়ে। এতে প্রতিটি দোকানই পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন, নরসিংদী সদর এমপি লেঃ কর্ণেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম বীরপ্রতীক, ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম, জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার, নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি জি এম তালেব হোসেন, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন ভূঞা, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন, মাধবদী পৌরমেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন মানিক, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলী হোসেন শিশিরসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।শত কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বাবুরহাটের বণিক সমিতির সভাপতি ও শিলমান্দী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাস্টার।
এব্যাপারে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আনোয়ারুল হক জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগার মূল কারণ হলো ফায়ার সার্ভিসের গাড়ী ও ফায়ার সার্ভিসের লোকজন বাজারের গলি ছোট হওয়ার কারণে প্রবেশ করতে পারেনি। পরে গলিতে নির্মিত ছোট ছোট সার্ফাগুলো ভাঙ্গা হয় এবং পরে গলিতে ঢুকে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হয়।
নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, আগুন সংবাদ পেয়ে দুই শতাধিক পুলিশ সদস্য ফায়ার সার্ভিসের সংগে যুক্ত হয়ে সহযোগিতা দিয়েছেন এবং বাজারের নিরাপত্তা নিশ্চিত করেছেন।
নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, অগ্নিকান্ডের বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটির গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলো; উপ-সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সদর উপজেলা নির্বাহী অফিসার, শেখেরচর বাজার বণিক সমিতির সভাপতি। আগামী ৭ দিনের মধ্যে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রনয়নের মাধ্যমে সরকারিভাবে সহায়তার আশ্বাস প্রদান করেন।
প্রাথমিকভাবে ব্যবসায়ীরা ধারণা করা হচ্ছে বাজারের বৈদ্যুতিক খুঁটির ল্যাম্পপোস্ট থেকে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হতে পারে।
