নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর সারাদেশের ন্যায় নরসিংদীতেও জাতীয় সংবিধান দিবস ২০২৩ পালন করা হয়েছে।
নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় সংবিধান দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদীর উপপরিচালক সুব্রত কান্তি দত্ত, সমবায় আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, নরসিংদী ফায়ার সার্ভিস ডিফেন্সের সহকারী উপপরিচালক আবুল কালাম আজাদ।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ মাসুম বলেন, দেশ স্বাধীনের এক বছরের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি লিখিত সংবিধান উপহার দিয়েছেন, যা সারা বিশ্বের সংবিধান গুলোর মধ্যে অন্যতম। বঙ্গবন্ধু জাতীয়তা, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার উপর ভিত্তি করে সংবিধান রচনা করছেন। সংবিধানে কার কি দায়িত্ব ও কর্তব্য সুনির্দিষ্ট ভাবে লিপিবদ্ধ রয়েছে । তিনি আরো বলেন, এবারের জাতীয় সংবিধান দিবসের প্রতিপাদ্য “বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা যথার্থ হয়েছে।
আমাদের সংবিধান সম্পর্কে বর্তমান ও ভবিষ্যৎ প্রজম্মকে জানতে হবে। দেশের উন্নতি ও সমৃদ্ধি সংবিধানের মূলনীতিসমূহ বিশ্বাস ও লালনের উপর নির্ভর করে।
আমরা যদি স্ব স্ব অবস্থান থেকে আমাদের দায়িত্ব ও কর্তব্য গুলো পালন করি তাহলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ হবে আমার বিশ্বাস।
