- জাতীয়, নরসিংদীর খবর, লিড নিউজ, সারাদেশ

নরসিংদী জেলায় আরও ৩৩টি নতুন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
গত ১৪ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারে‌ন্সিং এর মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প কার্যক্রমের আওতায় নরসিংদী জেলার আরো ৩৩ টি নতুন প্রকল্প উন্নয়নমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
দেশব্যাপী ২৪টি মন্ত্রণালয়/বিভাগের আওতায় ৯৭ হাজার ৪৭১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্থর স্থাপন এবং শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এর মাঝে তিনি নরসিংদী জেলার ৩৩ টি প্রকল্পের উদ্বোধন/ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী সম্মেলন কক্ষ হতে সংযুক্ত ছিলেন নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হোসেনসহ আরও যুক্ত ছিলেন বিভিন্ন দপ্তর, সংস্থা ও সরকারি দপ্তরের প্রধানগণ, বিশিষ্ট রাজনীতিকগণ, সাংবাদিকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নরসিংদী জেলার এসব প্রকল্পের উপকারভোগীগণ প্রমুখ।
উদ্বোধনকৃত প্রকল্পসমূহ হলো – সিভিল সার্জন অফিস, নরসিংদী এর ১টি প্রকল্প যার মোট প্রকল্প ব্যয় ২০ কোটি টাকা, সড়ক বিভাগ, নরসিংদী এর ৩টি প্রকল্প যার মোট প্রকল্প ব্যয় প্রায় ৯৮৫ কোটি টাকা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নরসিংদী এর ২টি প্রকল্প যার মোট প্রকল্প ব্যয় প্রায় ৬০ লক্ষ টাকা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নরসিংদী এর ০২টি প্রকল্প যার মোট প্রকল্প ব্যয় ৩.৫ কোটি টাকার অধিক এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নরসিংদী এর ২৫টি প্রকল্প যার মোট প্রকল্প ব্যয় ২৪ কোটি টাকার অধিক। নরসিংদী জেলায় এ সমস্ত প্রকল্পসমুহের মোট ব্যয় ১ হাজার তেত্রিশ কোটি ৪৬ লক্ষ ২ হাজার টাকা।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতে ভার্চুয়ালি অংশ নেন উপস্থিত সকল ব্যক্তিবর্গ।