নিজস্ব প্রতিবেদক
২১ মে মোহাম্মদ আতাউর রহমান ভূঞা স্মৃতি সংসদের আয়োজনে বরেণ্য শিক্ষক নেতা, প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতাউর রহমান ভূঞার প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
নরসিংদী প্রেসক্লাব অডিটরিয়ামে স্মরণ সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী।
অনুষ্ঠানের শুরুতে মোহাম্মদ আতাউর রহমান ভূঞার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে স্বচ্ছ রাজনীতির চর্চা ও মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টারকে সম্মাননা ক্রেস্ট এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সরকারকে মরণোত্তর ক্রেস্ট এবং শিক্ষা ও সংস্কৃতিতে অবদানের জন্য অধ্যাপক নূর জাহান বেগমকে সম্মাননা ক্রেস্ট এবং ভাষ্কর প্রয়াত ফনী দাসকে মরণোত্তর ক্রেস্ট প্রদান করা হয়।
প্রয়াত আতাউর রতমান ভূঞার সাবেক কর্মস্থল নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়, নরসিংদী বালিকা উচ্চ বিদ্যানিকেতন ও ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বরেণ্য শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আতাউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন যথাক্রমে নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও আতাউর রহমান ভূঞা স্মৃতি সংসদের আহ্বায়ক প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টার, নরসিংদীর খবরের সম্পাদক অধ্যাপক সেতারা বেগম, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো: নূরুল ইসলাম, প্রয়াত আতাউর রহমান ভূঞার বড় জামাতা বুয়েটের প্রাক্তন সহযোগী অধ্যাপক ও আভ্যন্তরীন নৌপরিবহনের সাবেক চেয়ারম্যান ড. রিয়াজ হাসান খন্দকার, প্রফেসর সিরাজ উদ্দিন ভূইয়া, ঐক্যন্যাপ নেতা বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার, কলেজ শিক্ষক সমিতি নেতা অধ্যক্ষ আমজাদ হোসেন, নরসিংদী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি নিবারণ রায়, প্রয়াত আতাউর রহমান ভূঞার শ্যালিকা অবসরপ্রাপ্ত শিক্ষক রহিমা আক্তার, সুজন-সুশাসনের জন্য নাগরিক এর জেলা সাধারণ সম্পাদক হলধর দাস, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক মহসিন খোন্দকার, প্রয়াত আতাউর রহমান ভূঞার কন্যা তাহমিনা জাদিদ ডেইজী, সিপিবি নেতা তোফাজ্জল হোসেন শান্তি, মহিলা পরিষদ নেত্রী রাবেয়া খাতুন শান্তি, জেলা শিক্ষক সমিতির সহসভাপতি হারুন অর রশীদ,উদীচী নেতা জাহানুল হক বাবুল,নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দেবনাথ,ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, নরসিংদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোষার কান্তি ঘোষ প্রমুখ।
বক্তাগণ প্রয়াত আতাউর রহমান ভূঞা’র আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মকে গড়ে তুলতে ঐক্যবদ্ধ প্রয়াস চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যাক্ত করেন। তারা আরও বলেন,সুখী সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে প্রয়াত আতাউর রহমান ভূঞার আদর্শের বিভিন্ন দিক নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ধারণ করানোর কোনো বিকল্প নেই ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আতাউর রহমান স্মৃতি সংসদের সদস্য সচিব দেলোয়ার হোসেন ভূইয়া। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট আবৃত্তিকার ও উপস্থাপক নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক।