নিজস্ব প্রতিবেদক
ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবী আদায়ে সারা দেশের ন্যায় নরসিংদীতেও বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতি মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
২২ মে সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি, নরসিংদী জেলা শাখা আয়োজিত মানববন্ধনে বক্তারা তাদের চার দফা দাবি উপস্থাপন করেন।
দাবিগুলো হলো— ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা এবং সকল ঔষধের মূল্য সরকার কতৃর্ক নির্ধারণ করা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি, নরসিংদী জেলা শাখা সভাপতি চিন্ময় সাহা বিশু, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া বাবুল, রায়পুরা উপজেলার সভাপতি মোঃ মোগল হোসেন, সহ সভাপতি মোঃ শাহআলম, পলাশ উপজেলার সভাপতি উত্তম কুমার রায়, বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী মোঃ ইব্রাহীম মোল্লা, আরিফুল ইসলাম প্রমুখ।