ক্রীড়া প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থান ও শহিদদের স্মরণে নরসিংদীতে একদিনের সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুস্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে জেলা ক্রিড়া সংস্থার ব্যবস্থাপনায় কালেক্টরেট ঈদগাহ মাঠে এই টুর্নামেন্ট অনুস্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান এর সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
টুর্নামেন্ট কমিটির আহবায়ক জাহিদুল হক ভুইয়ার পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সাজ্জাদুল হাসান, নেজারত ডেপুটি কালেক্টর শিহাব সারাা অভি, শহীদ তাহমিদের বাবা ডা: রফিকুল ইসলাম, নরসিংদী সরকারী কলেজের সাবেক ভিপি খবিরুল ইসলাম বাবুল ও ভিপি ইলিয়াছ আলী ভুইয়াসহ অন্যরা।
ফাইনাল খেলায় ২৩ রানের ব্যবধানে নরসিংদী সিক্সার্স- নরসিংদী ক্রিড়া চক্রকে পরাজিত করে। টুর্নামেন্টে ৮টি দল অংশ গ্রহণ করে।





