নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ ( বিকপ) এর উদ্যোগে গত ১৭ জুলাই ২০২৫ জারিকৃত প্রজ্ঞাপনের প্রতিবাদে কিন্ডারগার্টেন ও সমমানের বিদ্যালয়সমূহকে বৃত্তি পরীক্ষায় অন্তর্ভূক্ত করার দাবীতে নরসিংদী জেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশন নরসিংদী প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন ,বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর স্বারকলিপি পেশ করেন।
৩০ জুলাই সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি রমজান আলী প্রামানিক।

নরসিংদী জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিনাকল চাটার্ড স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সফিকুল ইসলাম তুহিন, এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন সরকার,সাংগঠনিক সম্পাদক বাহারুল হক সরকার, রায়পুরা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ রুহুল আমিন, পলাশ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম আমান, শিবপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ বাকের, ন্যাশনাল কিন্ডারগার্টেন এসোসিয়েশন বেলাবোর সভাপতি মোঃ জাহানুল হক বাবুল, মনোহরদী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন। রায়পুরা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহসভাপতি এ কে এম শফিকুল ইসলাম । মানববন্ধনে নরসিংদী জেলার ৬ টি উপজেলা থেকে শত শত শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে নরসিংদী জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর স্বারকলিপি প্রেরণ করেন।
সারা বাংলাদেশের অভিন্ন স্বারক লিপি নিন্মরূপঃ
তারিখঃ ৩০/০৭/২০২৫খ্রি
সূত্রঃ নর.জে.কি.ও. এ.-১০১(১৫)/২০২৫
বরাবর,
মাননীয় প্রধান উপদেষ্টা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমঃ মাননীয় জেলা প্রশাসক, নরসিংদী।

“স্মারকলিপি”
বিষয়ঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদান প্রসঙ্গে।
মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়,
সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, উপর্যুক্ত বিষয়ের আলোকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫/০৭/২০১৫ তারিখের নির্বাহী মিটিং এর সিদ্ধান্ত মোতাবেক স্মারক নং ৩৮,০১,০০০০,১০৭,৩৩.০০১.২০২৫ তারিখ ১৭/০৭/২০২৫ খ্রি. এ জারিকৃত পরিপত্রের মাধ্যমে জানতে পারি যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে কিন্তু প্রাথমিক শিক্ষার যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বে-সরকারি প্রাথমিক বিদ্যলয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে। এর প্রতিবাদে অদ্য ৩০/০৭/২০২৫ ইং তারিখ সমগ্র বাংলাদেশে একযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের সিধান্ত গ্রহণ করেছে।
মাননীয় বিশ্বনন্দিত উপদেষ্টা মহোদয়,
এদেশের সকল বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারের টেক্রষ্ট বুক ও শিক্ষা বোর্ডের কারিকুলাম অনুসরণপূর্বক দেশের কৃষ্টি ও কালচার পুরোপুরিভাবে অনুসরণ করে উন্নতমানের শিক্ষা প্রদান করে আসছে। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে।
বৃত্তি শুধু একটি আর্থিক অনুদান নয়-এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা। যখন একটি শিশু দেখবে তার বন্ধুরা বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে কিন্তু সে নিতে পারছে না শুধুমাত্র তার বিদ্যালয়ের ধরণ ভিন্ন বলে, তখন তা তার মনোবলে নেতিবাচক প্রভাব ফেলবে। এটি শিশুদের মধ্যেই একটি বৈষম্যমূলক মনোভাব গড়ে তোলে, যা জাতীয় শিক্ষানীতিতে সাম্যের নীতির পরিপন্থী। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে তাহলে শিক্ষার্থী ও তাদের পরিবারের উপর যে মানসিক চাপ ও যন্ত্রণার সম্মুখীন হয় তার সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। প্রাথমিক শিক্ষা মানে কেবল স্বাক্ষরতা নয়। এর মানে হচ্ছে ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত গড়ে দেওয়া। সেই ভিত গড়ার প্রথম ধাপেই যদি বৈষম্য শুরু হয়, তাহলে আমরা কীভাবে সমতার সমাজ গড়বো?

নরসিংদী জেলায় ছয় শতাধিক কিন্ডারগার্টেন স্কুলে প্রায় ১,২৫,০০০ জন শিক্ষার্থী, ৬৫০০ জন শিক্ষক-কর্মচারী, ৩০০০ জন উদ্যোগক্তা বা পরিচালক কর্মরত রয়েছে। এছাড়া সমগ্র বাংলাদেশে প্রায় ৫০ হাজার কিন্ডারগার্টেনে ১,০০,০০,০০০ জন শিক্ষার্থী শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে। তাতে ৬৫ হাজার শিক্ষক-শিক্ষিকা ও ৫০ হাজার কর্মচারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। যা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবদান নিঃসন্দেহে সর্বমহলে প্রশংসার দাবী রাখে।
শিক্ষা শিশুদের মৌলিক অধিকার। কোন শিশুকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা আমাদের কারোরই কাম্য নয়। জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে অনেক শিক্ষার্থীর আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত বর্তমান বৈষম্য বিরোধী সরকার। বিধায় বর্তমান সরকারের সময়ে কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীরা আবার সেই বৈষম্যের শিকার হোক এটা অপ্রত্যাশিত।
অতএব, বিগত ১৭-০৭-২০২৫ তারিখে জারিকৃত পরিপত্রটি বাতিল করে ২০২৫খ্রি. এ অনুষ্ঠিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা সহ প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যে কোনো কার্যক্রমে প্রাথমিক শিক্ষার অংশীজন হিসেবে কিন্ডারগার্টেন ও বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার যেন অক্ষুন্ন থাকে, তার প্রতি সদয় দৃষ্টি দানের জোর দাবী জানাচ্ছি।
বিনীত নিবেদক
(ডাঃ রমজান আলী প্রামাণিক)
সভাপতি
নরসিংদী জেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশন। এবং অনুলিপি প্রদান করেন
১। পুলিশ সুপার, নরসিংদী।
২। উপজেলা নির্বাহী অফিসার (সকল)
৩। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নরসিংদী।





