তানিয়া আক্তার
৭ সেপ্টেম্বর উপজেলা প্রশাসন শিবপুরের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, দুস্থদের মাঝে সেলাই মেশিন ,কৃষকদের মাঝে কৃষি উপকরণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে ২০২৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াসমিন ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আলতাফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ আলমগীর, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমসহ উপজেলার বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ। উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ।
পরে প্রধান অতিথি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী শিবপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন ,দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন এবং কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন ।
এরপর প্রধান অতিথি জেলা প্রশাসক শিবপুর উপজেলার প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ফারজানা ইয়াসমিনসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।





