নিজস্ব প্রতিবেদক
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী -৩ (শিবপুর) আসনে গণসংযোগ করেছেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। তিনি শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার সাধারচর ইউনিয়ন এর বন্যারবাজার, গারদ বাজার, সৈয়দের খোলা, উত্তর সাধারচরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। গনসংযোগকালে মনজুর এলাহী জনগণের উদ্দেশ্যে বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। দেশ ও দেশের মানুষের কল্যাণের রাজনীতিতে বিশ্বাসী। দেশের উন্নয়নের চাকা সচল করতে আগামীদিনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। গণসংযোগ কালে মনজুর এলাহীর সাথে সফরসঙ্গী ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা, সাবেক আহবায়ক শাহাদাৎ হোসেন মামুন, সাধারচর ইউনিয়ন বিএনপির আহবায়ক আঃ হেলিম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক আঃ বাছেদ মাস্টার, ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক আশরাফুল ইসলাম ঝিনুক প্রমুখ।





