নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলায় শ্রেষ্ঠ “গুণী প্রধান শিক্ষক” নির্বাচিত হয়েছেন অঞ্জনা রানী সিংহ, নরসিংদী জেলার পলাশ উপজেলার সেকান্দরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জনা রানী সিংহ। এটি তাঁর অধ্যবসায়, একনিষ্ঠতা এবং শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের একটি যথার্থ স্বীকৃতি।
তাঁর মধ্যে একজন আদর্শ শিক্ষকের সকল গুণাবলী পরিলক্ষিত হয়। জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার পাশাপাশি তাঁর চরিত্রের মহত্ত্ব, সততা এবং শিক্ষার্থীদের প্রতি গভীর মমত্ববোধই তাঁকে এই সম্মান এনে দিয়েছে। তিনি বিশ্বাস করেন যে শিক্ষা কেবল পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি শিশুর সার্বিক বিকাশের একটি অবিচ্ছেদ্য অংশ।
এই দর্শনকে বাস্তবে রূপ দিতে তিনি বিদ্যালয়ে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্কাউটিং কার্যক্রমের ব্যবস্থা করেছেন, যা শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে সহায়ক। নিয়মিত অভিভাবক সমাবেশ ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির (এসএমসি) সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে তিনি বিদ্যালয়ের উন্নয়নকে এগিয়ে নিয়ে গেছেন। স্থানীয় সম্পদ সংগ্রহ, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন এবং প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী শিক্ষাদান পদ্ধতি প্রয়োগে তাঁর ভূমিকা অনন্য।
তাঁর নেতৃত্বগুণ, দূরদর্শিতা ও নিরলস প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আজ শিশুদের জন্য একটি অনুকরণীয় ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যেখানে জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধের চর্চাও হয়। একজন সত্যিকারের গুণী শিক্ষক হিসেবে তিনি শুধু জ্ঞানই বিতরণ করেন না, ভবিষ্যৎ প্রজন্মকে একজন সুনাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্বও পালন করে যাচ্ছে।
অঞ্জনা রানী সিংহ প্রাথমিকে নরসিংদী জেলার শ্রেষ্ঠ ” গুনী প্রধান শিক্ষক” নির্বাচিত





