নিজস্ব প্রতিবেদক
নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেমের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পাইকারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম ভূইয়া। এসময় বক্তারা অভিযোগ করে বলেন, সরকার পরিবর্তনের পর থেকে চেয়ারম্যান আবুল হাসেম ইউনিয়নে খুব একটা সময় দিচ্ছেন না। ফলে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন।
এছাড়া তার বিরুদ্ধে অতিরিক্ত ফি গ্রহণ, আর্সেনিক মুক্ত টিউবওয়েলের নামে টাকা নিয়ে টিউবওয়েল না দেওয়ার মতো নানা অভিযোগ তুলে ধরা হয় মানববন্ধনে।
অভিযোগকারী এলাকাবাসীর দাবি, ইউনিয়নের স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে চেয়ারম্যানকে অপসারণ করে দ্রুত নতুন প্রশাসক নিয়োগ দিতে হবে।





