কাজী জহির খোকন
নরসিংদী জেলার জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলার সভাপতি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীকে জেলা কমিটির সদস্যরা বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন।
গত ২৪ সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ মনোয়ার হোসেন।

জেলা স্কাউটসের সম্পাদক মনজিল এ মিল্লাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা স্কাউটস কমিশনার আলতাফ হোসেন নাজির, জেলা স্কাউটসের সদস্য বি জি রশীদ নওশের, সহকারী কমিশনার বাছেদ মোল্লা ভুট্টো, সহকারী কমিশনার মোঃ আলতাফ হোসেন রানা।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্কাউটসের সহসভাপতি তাপস কুমার দে, কোষাধ্যক্ষ মোহাম্মদ সফিকুল ইসলাম, সহকারী কমিশনার শাহরুখ ইসতিয়াক খান সাকিব, সহকারী কমিশনার ইয়ামিন মিয়া, অর্কিড ওপেন স্কাউট গ্রুপের সহসভাপতি হাসান কিবরিয়া, জেলার শ্রেষ্ঠ কাব লিডার জায়েদা বেগম।

বিদায় অতিথি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, জেলা প্রশাসনের বিভিন্ন প্রোগ্রামের সাথে স্কাউট জড়িত। জেলা স্কাউটস ভবনে জমি সমস্যা নিরসনে সদর ইউএনওকে দায়িত্ব দিয়েছি এবং অফিসের ব্যবস্থাও পুরাতন কালেক্টর অফিসে হয়ে যাবে।
তিনি ১১ জন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ও ৬ জন শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারী স্কাউটারদের উদ্দ্যেশে বলেন, তোমরা স্কাউট আইন গুলো মেনে চলবে। ছোট ছোট ভালো কাজ গুলো করবে। বড়দের শ্রদ্ধা করবে, ছোট্টদের স্নেহ করবে। মা বাবা ও শিক্ষকদের কথা মেনে চলবে। কখনো কাউকে গালি বা ভাষায় কথা বলবে না। তোমাদের প্রতি অনেক দোয়া ও শুভকামনা রইল।

পরে বিদায়ী সভাপতি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জনকারী মোঃ আদিয়াত আনান, আল সামির, সিয়াম, মোঃ রাফি চৌধুরী, সরদার মিরাজ, আদিবুর রহমান শিশির, মোঃ আলিফ আল সাহাদ, মোঃ তাসনিম রায়হান, নিলয় দেব, আল মুকিত এবং শাপলা কাব অ্যাওয়ার্ড সিফাত বিন ইয়ামিন ও ইশরাতকে ফুল দিয়ে বরণ করেন।
এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বিদায় সংবর্ধনা দেন নরসিংদীর শিক্ষক সমাজ, বীর মুক্তিযোদ্ধা সংসদ, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, নরসিংদী ডায়াবেটিক সমিতি, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা, নরসিংদী প্রেসক্লাব, নরসিংদী প্রেসক্লাবসহ নানান সংগঠন।





