মোঃ জসিম উদ্দিন
“ শিশু, কিশোর ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম ” শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটসে তরুণ স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন স্কাউটস ও গার্লস গাইডদের উদ্দ্যেশে বলেন , আগামী ১২ অক্টোবর থেকে সারা দেশে টাইফয়েড টিকা দেয়া শুরু হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী নরসিংদী জেলার একটি শিশু কিশোর কিশোরী যেন ভ্যাকসিন নেয়া থেকে বাদ না পড়ে। তোমরা প্রচার করবে এবং ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নিয়ে যারা এখনো রেজিস্ট্রেশন করেনি, তাদের রেজিস্ট্রেশন করে দিবে।
গক ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা তথ্য অফিস গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রাণালয় আয়োজিত এ দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নরসিংদীর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, নরসিংদী জেলা শিক্ষা অফিসার এ এস এম আবদুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) আবু তাহের মো: সামসুজ্জামান। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন , নরসিংদী জেলা তথ্য অফিসার ওবায়দুল কবির মোল্লা।
টাইফয়েড ভ্যাকসিনের উপর মাল্টিপ্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন দিক উপস্থাপন করেন নরসিংদী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. তৃষা জাফরিন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম, বাংলাদেশ স্কাউটসের জেলা কমিশনার মোঃ আলতাফ হোসেন, বাংলাদেশ স্কাউটসের নরসিংদী জেলা সম্পাদক মনজিল এ মিল্লাত, জেলা গার্লস গাইড কমিশনার তাহমিনা ফেরদৌসী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নরসিংদী জেলা সরকারি তথ্য কর্মকর্তা আফসানা আখতার।
প্রধান অতিথি জেলা প্রশাসক গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটস সদস্যদের উদ্দ্যেশে আরো বলেন, তোমরা সুশৃঙ্খল তোমাদের সহযোগিতায় টাইফয়েড ভ্যাকসিন সফল হবে। ইনশাল্লাহ এতে দেশ সুস্থ সকল জাতি পাবে।
নরসিংদী জেলার ৬ টি উপজেলা থেকে ৩ জন করে ১৮ জন স্কাউটস এবং ১৮ জন গার্লস গাইডসহ অন্যান্য অংশীজন কর্মশালায় অংশগ্রহণ করেন।





