হলধর দাস
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি খায়রুল কবির খোকন বলেছেন,
পূজামন্ডপে নাশকতা ও দুর্ঘটনা প্রতিরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে নিরাপত্তার চাদরে আবৃত রাখতে নেতাকর্মীরা কাজ করেছে। আমরা খবর পেয়েছি পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসররা গভীর চক্রান্তে লিপ্ত হয়েছিলো। তারা চেয়েছিলো পূজা মন্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করে, নাশকতা সৃষ্টির ইস্যু তৈরী করে আন্তজার্তিকভাবে ফায়দা নেওয়ার । তাদের এই সুযোগ আমরা ব্যর্থ করে দিয়েছি। সেজন্য সারাদেশে বিএনপির নেতাকর্মীরা সজাগ ছিলো। প্রতিটি পূজা মন্ডপে বিএনপির কমিটি করে ভল্টাটিয়ারীর দায়ীত্ব পালন করেছে । এ দায়িত্ব পালনের লক্ষ্যেই বিএনপির নেতারা পাহাড়া দিয়েছে। যাতে দূর্বৃত্তকারী ও ষড়যন্ত্রকারীরা কোন নাশকতা করার সুযোগ না পায়।
সুদূর লন্ডন থেকে সফর সংক্ষিপ্ত করে বৃহস্পতিবার(২/১০/২০২৫) সন্ধ্যায় নরসিংদী শহরের পূজা কন্ট্রোল রুমে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় এবং বাগ বিতান ক্লাব আয়োজিত শ্মারদীয় দুর্গাপূজা মন্ডপ,চিনিশপুর কালীবাড়ি পূজামন্ডপ সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে
খায়রুল কবির খোকন এসব কথা বলেন।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন,জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপক কুমার বর্মণ প্রিন্স। এসময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্টের উপদেষ্টা আশুতোষ সাহা, সাংবাদিক নিবারণ রায়, জেলা সূজন সম্পাদক সাংবাদিক হলধর দাস, সাংবাদিক প্রীতি রঞ্জন সাহা,পরেশ সূত্রধর, জ্যেতিরাম দাস, তারাপদ সাহা ভূষণ, হিন্দু- বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সম্পাদক স্বপন কুমার ভৌমিক সহ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ। এছাড়া পূজা উদযাপনে সার্বক্ষণিক ভলান্টিয়ারের দায়িত্ব পালনরত জেলা বিএনপির সহসভাপতি
সহ-সভাপতি এম. এ জলিল (সাবেক ভিপি), সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি হারুন-অর-রশিদ, সহ-সভাপতি এ. কে. এম. গোলাম কবির কামাল (সাবেক জিএস),সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি রবিউল ইসলাম রবি,সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, দপ্তর সম্পাদক মনিরুল হক জাবেদ,প্রচার সম্পাদক ইলিয়াস আলী ভূঁইয়া (সাবেক ভিপি), মহিলাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট উম্মে সালমা মায়া, ছাত্রবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়াও যুবদল,কৃষক দল, শ্রমিক দল সহ অংগসমূহের নেতা-কর্মীরা।
খায়রুল কবির খোকন আরও বলেন, বিএনপি সবসময়ই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি। এই দেশের সকল ধর্মের মানুষের একটা পরিচয় আমরা বাংলাদেশি। আমরা চাই সংখ্যালঘু ও সংখ্যা গুরু বলে কেউ যেনো বৈষম্য না দেখায়। আমরা এদেশেরই সন্তান। আমরা সবাই সমান ।
উল্লেখ্য, হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করতে খায়রুল কবির খোকন লন্ডনে তাঁর সফর সংক্ষিপ্ত করে দুর্গাপূজার শেষ দিন বিজয়া দশমী পূজায় নরসিংদী চলে আসেন।
#
হলধর দাস,২/১০/২০২৫





