ক্রীড়া প্রতিবেদক
জাপানের বিশ্ব শোতাকান কারাতে চ্যাম্পিয়নশিপে রূপা জয় করেছে বাংলাদেশের মোঃ জুবায়ের।
গত বৃহস্পতিবার রাতে টোকিওতে অনুষ্ঠিত এ টুর্ণামেন্টে কাতা ইভেন্টে পদক জেতেন মুন্সীগঞ্জের কারাতে জুবারের। এছাড়া বেল্ট পরীক্ষায় অংশ নেন ৩ জন। নরসিংদী রুপু আহমেদ ও ছাটন চাকমা ব্ল্যাক বেল্ট ( ৪ ড্যান) যশস্কী চাকমা ব্ল্যাক বেল্ট (৩ ড্যান) লাভ করেন। দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন মইনুল হোসেন।
বিশ্ব শোতোকান কারাতে-ডো ফেডারেশন (W.S.K.F) আয়োজিত আন্তর্জাতিক কারাতে সেমিনার ও চ্যাম্পিয়নশিপ জাপানের রাজধানী টোকিওতে শুরু হয়েছে। এ মহা-আয়োজনে বিশ্বের প্রায় ৪০টি দেশ থেকে খ্যাতিমান কারাতে প্রশিক্ষক ও খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন।
বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে বাংলাদেশ সোতোকান কারাতে-ডো অ্যাসোসিয়েশন (কিউকাই) অনুমোদিত একটি ৬ সদস্যের দল। টিমটি বাংলাদেশের কারাতে উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশকে গৌরবান্বিত করার অঙ্গীকার নিয়ে জাপানে অংশগ্রহণ করছে।
যাত্রা ও অংশগ্রহণঃ
নরসিংদীর ছেলা রুপু আহমেদ (Asian Karate Federation Licensed Coach) বাংলাদেশ সময় ২৬ সেপ্টেম্বর দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারলাইন্সে জাপানের উদ্দেশ্যে যাত্রা করেন।
তিনি ২৭ সেপ্টেম্বর জাপান সময় সকাল ৬টা ৩০ মিনিটে টোকিওতে পৌঁছে ইমিগ্রেশন সম্পন্ন করে দুপুর ১টায় সেমিনারে যোগ দেন।
বাংলাদেশ টিমের সদস্যরা হলেনঃ
মঈনুল হোসাইন (Asian Karate Federation Licensed Coach) – টিম কোচ, মোহাম্মদ মেরাজ হোসাইন – টিম ম্যানেজার, ছোটন চাকমা (রাঙামাটি) কারাতে প্রশিক্ষক, রুপু আহমেদ (Asian Karate Federation Licensed Coach, নরসিংদী) – কারাতে প্রশিক্ষক, জজুসি চাকমা (রাঙামাটি) – কারাতে প্রশিক্ষক, মো: জুবায়ের (মুন্সিগঞ্জ) – কারাতে খেলোয়াড়।
আন্তর্জাতিক পরিমণ্ডলঃ বাংলাদেশ টিম বর্তমানে জাপানের হিকোহামায় অবস্থান করছে। প্রশিক্ষণ দিচ্ছেন বিশ্ববিখ্যাত কারাতে গুরু হিতোশি কাসুয়া, যিনি W.S.K.F Japan-এর চিফ ইন্সট্রাক্টর। তার প্রশিক্ষণ ও তত্ত্বাবধানে বাংলাদেশ টিমসহ বিশ্বের প্রায় ৪০টি দেশের প্রতিনিধিরা উন্নত কারাতে প্রশিক্ষণ নিচ্ছেন।
অঙ্গীকারঃ রুপু আহমেদ (Asian Karate Federation Licensed Coach) মিডিয়াকে জানিয়েছেন,
“আমি ব্যক্তিগতভাবে অনেক কষ্ট করেও জাপানে উচ্চতর কারাতে প্রশিক্ষণ নিচ্ছি। আমার লক্ষ্য এই জ্ঞান ও অভিজ্ঞতা নরসিংদী জেলার স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া। আমি চাই, আমার দেখানো পথ অনুসরণ করে বাংলাদেশের ছেলে-মেয়েরা বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ করবে, লাল-সবুজের পতাকা বিশ্বের প্রতিটি মানচিত্রে উড়াবে। এতে আমাদের তরুণ প্রজন্ম হবে সুশৃঙ্খল, আত্মবিশ্বাসী এবং দেশপ্রেমে উজ্জীবিত।”
প্রত্যাবর্তনঃ বাংলাদেশ টিম ০৮ অক্টোবর ২০২৫ তারিখে থাই এয়ারলাইন্সে থাইল্যান্ডে ট্রানজিট দিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। টিমটি বাংলাদেশ সময় রাত ১টা ৩০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে জানা গেছে।
জাতীয় গর্বঃ বাংলাদেশ টিমের এই অংশগ্রহণ শুধু দেশের ক্রীড়াঙ্গনে নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের মর্যাদা আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের কারাতে টিমের সাফল্যের জন্য দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করা হচ্ছে।





