ক্রীড়া প্রতিবেদক
১২ অক্টোবর ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির উদ্যোগে সাটিরপাড়া কালী কুমার স্কুল এন্ড কলেজ মাঠে নরসিংদী জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
চূড়ান্ত পর্বে ছেলে ফুটবল দলের প্রতিযোগিতায় ১-০ গোলে শিবপুর সরকারি পাইলট মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন ১৪ নম্বর জার্সি পরিহীত খেলোয়ার শিবলু আহমেদ। রানার আপ হয় মাধবদী সতিপ্রসন্ন ইন্সটিটিউশন দল।
চূড়ান্ত পর্বে বালিকা ফুটবল দলের প্রতিযোগিতায় ১-০ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রায়পুরা শতদল বালিকা উচ্চ বিদ্যালয়। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন ৭নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ও দলের অধিনায়ক অনামিকা। রানারআপ হয় মাধবদী গার্লস হাইস্কুল এন্ড কলেজ দল।
নরসিংদীর ঐতিহ্যবাহী সাটিরপাড়া কালিকুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম ও সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক শামীম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ,এস,এম আব্দুল খালেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার, জেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন, সাটিরপাড়া কালিকুমার ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ভিপি ইলিয়াছ ভূইয়া, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী সরকার, শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ বাদল, সাটিরপাড়া কালী কুমারের সহকারি প্রধান শিক্ষক দেবপ্রসাদ সাহা সহ শিক্ষা বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
গ্রীষ্মকালীন খেলায় কাবাডি, হ্যান্ডবল, দাবা, সাঁতারসহ দলগত ও ব্যক্তিগতভাবে ২৮ টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ পত্র বিতরণ করা হয়েছে। প্রথম স্থান অর্জনকারী দল ঢাকা বিভাগীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।





