নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলা কমিটির সাথে মতবিনিময় সভায় জেলা স্কাউটসের সভাপতি মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, ছাত্র জীবনে একজন বয়েস স্কাউট হিসেবে জাম্বরী ও এশিয়া প্যাসেফিক জাম্বরীতে অংশগ্রহণ করেছি।
তিনি নরসিংদী জেলার প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রম বেগমান করতে বলেন। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল নেই, ১৫ দিনের মধ্যে দল খোলার নির্দেশ দেন।

গত ১৩ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় আলোচনা অংশ নেন স্কাউটসের জেলা কমিশনার মোঃ আলতাফ হোসেন, সহসভাপতি তাপস কুমার দে, সহকারী কমিশনার আবদুস সবুর, বাছেদ মোল্লা ভুট্টো, আলতাফ হোসেন রানা, শাহরুখ ইসতিয়াক খান, ইয়ামিন মিয়া, লিপি রানী সরকার, স্কাউট লীডার মোঃ আকরাম হোসেন, মনোহরদী উপজেলা কমিশনার এ টি এম আশরাফুল আলম, রায়পুরা উপজেলার কমিশনার মোঃ সাদেক শরীফ, সদর উপজেলা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহসভাপতি হাসান কিবরিয়া, এএলটি লিজা আক্তার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলা সম্পাদক মনজিল এ মিল্লাত।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, জেলা ত্রাণ ও পুর্নাবাসন কর্মকর্তা ইউনুছ মিয়া, জেলা বিএনপির সহসভাপতি ভিপি জলিল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নরসিংদী সহকারী পরিচালক শিমুল মোঃ রাফি, নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ফারুক উদ্দিন ভূইয়া, সদর পিআইও মনিরুল ইসলাম শ্রাবণ উপস্থিত ছিলেন।
জেলা স্কাউটস সভাপতি বলেন, স্কাউটদের সাথে নিয়ে এ জেলার ট্রাফিক কার্যক্রম, বৃক্ষরোপণ, পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও প্রাকৃতিক দুর্যোগ নিরসনে কাজ করবো।
আগামী ১৭ অক্টোবর (শুক্রবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জোটাজোটি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।





