নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রেসক্লাবে শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে এবং ৩ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম নরসিংদী জেলার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।
১৫ অক্টোবর সকাল ৯-৩০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত
নরসিংদী প্রেসক্লাবের সম্মুখে আন্দোলনের সাথে সহমর্মিতা প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা স্কুল কলেজ শিক্ষক সমিতির ( নকশিস) সভাপতি অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। বাবেশিকফো’র নরসিংদী জেলার সভাপতি অধ্যক্ষ ড. শফিউল আলম কাঞ্চনের সভাপতিত্বে শিক্ষকদের ন্যায্য দাবি অন্তর্বতীকালীন সরকারের প্রতি আহবান জানিয়ে বক্তব্য রাখেন নরসিংদী জেলা স্কাউটস সম্পাদক মনজিল এ মিল্লাত,

নরসিংদী আইডিয়াল কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মোঃ আরিফ পাঠান, নরসিংদী উদয়ন কলেজের অধ্যক্ষ হাসিবুর রহমান অনিক, ফোরামের সহসভাপতি প্রধান শিক্ষক ফজলুল হক মনির, নকসিশের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহসভাপতি সুপার মোঃ খোরশেদ আলম বাতেন, প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মোবারক হোসেন, প্রভাষক মোঃ মইনুল ইসলাম মিরু, প্রভাষক হুমায়ূন কবির, প্রভাষক মোঃ মোতাহার হোসেন, প্রভাষক মোঃ জহিরুল ইসলাম, সুপার মামুদুল হক, সহকারি প্রধান শিক্ষক দেবব্রত সাহা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম নরসিংদী জেলার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুহাম্মদ কামরুল ইসলাম।
বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতার দাবিতে ঢাকায় শিক্ষকদের কর্মসূচীতে হামলার প্রতিবাদে নরসিংদীতে লাগাতার কর্মবিরতি পালন ও মানববন্ধন করছে এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচীতে শিক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, শিক্ষকদের ওপর হামলা করা মানে বাংলাদেশের ওপর হামলা করা। শিক্ষকরা তাদের মর্যাদা নিয়ে শ্রেণিকক্ষে থাকতে চায়।
এসময় শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫ শত টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবি করেন তারা। দাবি পূরণ না হলে শিক্ষকদের লাগাতার কর্মবিরতি চলবে।
উল্লেখ্য, সারাদেশের ন্যায় নরসিংদী জেলার সকল এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলছে।





