নিজস্ব প্রতিবেদক
সদর উপজেলা প্রশাসন নরসিংদীর আয়োজনে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন কৃতি শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, সাফল্যের এ ধারা বজায় রাখতে হবে। এইচ এস সিতে ভালো ফলাফল করতে হবে। তিনি আরো বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক শিক্ষার্থীদের আরো আন্তরিক হতে হবে। আমাদের ভালো মানুষ হতে হবে।

গত ১৭ অক্টোবর নরসিংদী সদর উপজেলা পরিষদের হলে রুমে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, চিনিশপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন, ভাটপাড়া নগেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা, জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।
সভাপতির বক্তব্যে আসমা জাহান সরকার বলেন, আজ মনে পড়ছে ২০০৮ সালের কথা। আমি কুমিল্লা বোর্ডের ফয়জুন নেছা বালিকা বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে এইচএসসিতে ভর্তি হয়েছি। কুমিল্লার তৎকালীন জেলা প্রশাসক স্যার আমার বাড়ির ঠিকানায় ভালো রেজাল্ট করায় ডিও লেটার পাঠায়। আমি ডিও লেটার দেখে চমকে গিয়েছিলাম। আমি অনুপ্রাণিত হয়েছিলাম। আশা করছি আজকের সংবর্ধনা ভবিষ্যৎ সাফল্যে তোমাদেরও অনুপ্রাণিত করবে।
আলোচনা শেষে, নরসিংদী সদর উপজেলার ১৪ ইউনিয়নের ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১৭ জন জিপিএ ৫প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্র্যাস্ট, সনদ পত্র ও ডিও লেটার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।





