নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন পর নরসিংদী জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন এর নির্দেশনা অনুযায়ী নরসিংদী পৌরপার্ক থেকে পৌরসভা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত নানান অনিয়মে ৪ টি মামলায় ৪ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
২২ অক্টোবর সকালে নরসিংদী পৌরপার্ক থেকে পৌরসভা পর্যন্ত এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, রাস্তায় অস্থায়ী দোকান , ইট বালু সিমেন্ট ও অন্যান্য নির্মাণ সামগ্রী অপসারণ করা হয়।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী জেলার স্থানীয় সরকার উপ-পরিচালক ও নরসিংদী পৌরসভার প্রশাসক মোঃ মনোয়ার হোসেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী কালেক্টরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান ও সারোয়ার আলম।

এ সময় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও অপরাপর আইন অনুযায়ী চারটি মামলায় সর্বমোট ৪০০০ টাকা অর্থদণ্ড প্রদান-পূর্বক তৎক্ষণাৎ আদায় করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ, এবং নরসিংদী পৌরসভা। পৌর প্রশাসক মোঃ মনোয়ার হোসেন বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে। জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে নরসিংদীর আপামর জনগণ। জনমতে স্বস্তি ফিরছে।





