নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি বিরোধী চূড়ান্ত পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রানার আপ হয়েছে ব্রাহ্মন্দী গার্লস হাই স্কুল এন্ড কলেজ দল। তৃতীয় স্থান অধিকার করেছে বাগহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপীঠ দল।
জেলা প্রশাসন নরসিংদী ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত বিতর্ক প্রতিযেগিতার চূড়ান্ত পর্ব ২৬ ফেব্রুয়ারি জেলা শিল্পকলা একাডেমি অমর একুশে বই মেলা মঞ্চে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুর এর সহকারী পরিচালক মশিউর রহমান।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যাপক তফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন নাজির এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলধর দাস, মনজিল এ মিল্লাত ও পারভীন বেগম।
প্রধান অতিথির বক্তব্যে ফারজানা আলম বলেন, বিতর্ক একটি শিল্প। বিতর্কে সঠিক তথ্য, বাক্য চয়ন ও নান্দনিক উপস্থাপনায় একটি বিষয়ের পক্ষ দল জয় লাভ করতে পারে আবার বিপক্ষ দলও জয় লাভ করতে পারে। তোমরা ভালো বিতর্ক করেছ। বিতর্ক আয়োজনের জন্য নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মশিউর রহমান বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চা লালন করার জন্যেই বিতর্কের আয়োজন।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান অধিকারী দলের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও উপস্থিত সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ দুদক লোগো সম্বলিত টিফিন বক্স, পার্স,ও খাতা বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক। বিচারক হিসেবে ছিলেন প্রভাষক এ এস এম শাহিদুল হাসান,প্রভাষক মঈনুল ইসলাম মিরু ও কলামিস্ট সরকার সগীর আহমেদ।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চার অভ্যাস গড়ে তোলার লক্ষে মাধ্যমিক পর্যায়ের মোট ১২ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা হয়।
বিতর্ক প্রতিযোগিতার নির্ধারিত বিষয় তিনটি ছিলোঃ-
১. দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছাই মূখ্য ভূমিকা পালন করে। ২. আইনের শাসনের অভাবই দুর্নীতি বিস্তারের মূল কারণ।৩. মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে।