নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ সারাদেশের ন্যায় বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে নরসিংদী জেলা নির্বাচন অফিসের সম্মুখে জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা উপজেলা নির্বাচন অফিসাররা।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ শাহীন আকন্দ, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন ভূঞা, নরসিংদী সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ ওমর ফারুক , বেলাব উপজেলা নির্বাচন অফিসার সোমা যাদব, মনোহরদী উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাসিদুল ইসলাম, রায়পুরা উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আতাউস হক ও শিবপুর উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূর।
বক্তব্যের ফাঁকে নির্বাচন অফিসের কর্মকর্তা কমর্চারীরা শ্লোগান দেন এক দুই তিন চার এনআইডির পিছু ছাড়, এনআইডি নিয়ে তালবাহানা চলবে না, ১৩ কোটি ভোটারের ডাটাবেজ ইসির হাতেই নিরাপদ, ভোটার তালিকা ও এনআইডি একসূত্রে গাঁথা বিভক্তি মানি না, ইসি’র অধীনে এনআইডি জনগণের নিরাপত্তার গ্যারান্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *