নিজস্ব প্রতিবেদক
ঈদের আনন্দ শেষে যানজট নিরসনসহ নিরাপদ ও স্বাচ্ছন্দ্য ভাবে সব শ্রেনী পেশার মানুষ ঢাকা—সিলেট মহাসড়ক দিয়ে তাদের নিজ নিজ গন্তব্য নির্বিঘ্নে পৌছাতে নরসিংদীতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
আজ (শুক্রবার) দুপুরে ঢাকা—সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেপ্রতাব মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাস পরো কায়েস্তর নেতৃত্বে বিআরটিএ—সহকারী পরিচালক শেখ মোঃ ইমরানসহ পুলিশের একটি টিম এ ভ্রাম্যমাণ আদালত বসে। যাত্রীবাহি বাসে অতিরিক্ত যাত্রী, অতিরিক্ত ভাড়া আদায়, নিয়ম না মেনে ওভারটেক, গাড়ীর রেজিস্ট্রেশন, ফিটনেস, ট্যাক্স—টোকেন, ড্রাইভিং লাইসেন্স, রোড পারমিট বিহীন বিভিন্ন গাড়ীর মালিক ও চালকদের সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ভ্রাম্যমান আদালত মামলা এবং জরিমানা আদায় করেন। বিভিন্ন অপরাধে বিভিন্ন গাড়ীর মালিক ও চালকদের মোট ৮টি মামলায় এবং ২৩,০০০/— টাকা জরিমানা আদায় করেন। এছাড়াও গাড়ির কাগজপত্র ঠিক রেখে গাড়ি চালানো, ড্রাইভিং লাইসেন্স সম্পন্ন ড্রাইভার দিয়ে গাড়ি চালানো ও যানজট সৃষ্টি না করা সহ বিভিন্ন বিষয়ে গাড়ীর চালকদের সর্তক করে বেশ কিছু গাড়ী ছেড়ে দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *