ক্রীড়া প্রতিবেদক
৬ এপ্রিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপি)’র তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০২৫ এর অংশ হিসেবে নরসিংদী জেলা পর্যায়ে ৯৫ জন খেলোয়াড় বাছাই পর্বে অংশ গ্রহণ করেছে।
কার্যক্রমের অধীনে ২১ টি ক্রীড়া বিভাগ ,যথা আর্চারি, এ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শ্যূটিং, তায়কোয়ানডো , টেবিল টেনিস, ভলিবল, উশু, স্কোয়াশ, কাবাডি, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন খেলায় ১০-১৩ বছর এবং বক্সিং ,জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিস খেলায় অনূর্ধ ৮-১২ বছর বয়সী ছেলে ও মেয়ে খেলোয়াড় নির্বাচন করা হবে।
নির্বাচিত খেলোয়াড়দের বিকিএসপি ঢাকা এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমূহে প্রথমে ১ মাস মেয়াদের ১টি এবং পরবর্তীতে ২মাস মেয়াদের ১টি প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রাথমিক বাছাই পরীক্ষায় নির্বাচিত ১০০০ জন খেলোয়াড়কে প্রশিক্ষণ দেয়া হবে। এর মধ্য থেকে ৪০০ জনকে বাছাই করে পুনরায় ২য় পর্যায়ে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের বিকেএসপি কর্তৃক থাকা খাওয়া যাতায়াত ভাড়াসহ প্রয়োজনীয় ক্রীড়া সাজ সরঞ্জাম প্রদান করা হবে।
বাছাই পর্বে ছিলেন শাহীনুল হক টিম লিডার সিনিয়র কোচ ফুটবল, মোঃ আবু বক্কর সিদ্দিক কোচ ইনচার্জ জুডু ,মোবারক হোসেন টিপু কোচ এ্যথলেটিকস ,আরিফুল করিম ভাষণ কোচ ইনচার্জ বক্সসার ,মুশফিকুর রহমান রিগান কোচ জিমন্যাস্টিক ,মোঃ ইকবাল হোসেন কোচ বাস্কেটবল ,শেখ সজিব কোচ আর্চারি ,ইরফান সোহান কোচ ক্রিকেট ,মুহিদ কোচ হকি ও জাহিদ কোচ উশু।
এসময় নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মনজিল এ মিল্লাত উপস্থিত ছিলেন। প্রতিক্রিয়া ব্যক্ত করেন নুজহাত নূর নাহিন শিবপুর শহীদ আসাদ স্কুল এন্ড কলেজের ছাত্রী ৮ম শ্রেনির শিক্ষার্থী ।