নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের পরিচালনায় নরসিংদী জেলার ব্যবস্থাপনায় রায়পুরা পিটিআইতে ১৩৫৫ তম ও ১৩৫৬ তম ১ দিনের ২ টি স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সুসম্পন্ন হয়েছে।
ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন সেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলা সম্পাদক মনজিল এ মিল্লাত, রায়পরা উপজেলা স্কাউটসের সাবেক কমিশনার প্রধান শিক্ষক মোঃ ফিরোজ মিয়া, গণমাধ্যম কর্মী হলধর দাস, ১৩৫৫ তম ওরিয়েন্টেশন কোর্সের কোর্স লিডার আকরাম হোসেন সরকার সুমন এলটি, ১৩৫৬ তম ওরিয়েন্টেশন কোর্সের কোর্স লিডার এ কে এম আব্দুল মজিদ এলটি, প্রশিক্ষক মোঃ দেলোয়ার হোসেন এএলটি, গাজী ফাতেমাতুজ জোহরা হেনা উডব্যাজার, পারভীন আক্তার এলটি , আব্দুর রহিম উডব্যজার ও ফারজানা সুলতানা পপি উডব্যাজার।
স্কাউট বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে কোর্সের উদ্দ্যেশ্য, স্কাউট আন্নোলনের মৌলিক বিষয়, স্কাউটসের বিভিন্ন শাখার প্রোগ্রাম সম্পর্কে ধারণা প্রদান, স্কাউট আন্দোলনের প্রশাসনিক ও সাংগঠনিক কাঠামো,প্যাক ও ট্রুপ মিটিং সম্পর্কে ধারণা দেয়া হয়।
