নিজস্ব প্রতিবেদক
২৮ মে বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও স্কাউটস সভাপতি মোঃ রাশেদ হোসেন চৌধুরী বলেন, আমাদের সমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক ব্যাধিগুলো দূরীকরণে স্কাউটার কাজ করতে হবে। তিনি আরো বলেন ,আগামী প্রজন্মের জন্য অনুকরনীয় ও অনুস্বরনীয় কাজে স্কাউটদের নিয়োজিত থাকতে হবে। পৃথিবীকে যেমন পেয়েছ তার চেয়ে ভালো করে রেখে যেতে চেষ্টা করতে হবে, স্কাউট জনক ব্যাডেন প্যাওয়েলের উক্তি প্রতিটি স্কাউট সদস্যের বুকে ধারন করতে হবে। স্কাউটরা গ্রীন এন্ড ক্লিন কর্মসূচীতে অংশ গ্রহণ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশে যে সকল খালি জায়গা আছে সেখানে গাছ লাগাতে হবে। স্কুলের আঙ্গীনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে স্কাউটদের সহায়তা করতে হবে।

সময়ের প্রতি আমাদের সকলকে যত্নবান হতে হবে। সকলকে সময়ের মূল্য দিতে হবে। প্রতিটি সময়ে আমাদের ভাবতে হবে কিভাবে ভালো কাজ করা যায়, সমাজের সেবা করা যায় । ভাল কাজের মাধ্যমে মানুষ দীর্ঘ দিন সকলে মাঝে বেঁচে থাকে।
বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলার আয়োজনে মাল্টিপারপাস ওয়ার্কশপে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) ও জেলা স্কাউটসের সহসভাপতি মোঃ নাজমুল হাসান ,জেলা শিক্ষা অফিসার এ এস এম আবদুল খালেক, জেলা কমিশনার মোঃ আলতাফ হোসেন নাজির। অনুষ্ঠান সঞ্চলনা করেন জেলা স্কাউটসের সম্পাদক মনজিল এ মিল্লাত।

মাল্টিমিডিয়া প্রজেন্টটেশন উপস্থাপন করেন উডব্যাজার মোঃ ইয়ামিন মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা স্কাউটসের সহসভাপতি, কোষাধ্যক্ষ, জেলা স্কাউটসের সহকারী কমিশনারগণ, জেলা স্কাউট লিডার, জেলা কাব লিডার, উপজেলা স্কাউট কমিশনারগণ, সম্পাদকগণ, সহকারী কমিশনার (সংগঠনগন), যুগ্ম সম্পাদকগণ, উপজেলা স্কাউট লিডারগণ, উপজেলা কাব লিডারগণ।
জেলা স্কাউটসের সভাপতি, জেলা প্রশাসক মহোদয় আরো বলেন, স্কাউটসের মূলনীতি, লক্ষ্য ও উদ্দ্যেশ্যকে নিজেদের জীবনে প্রস্ফূটিত করতে হবে। সকলকে সম্মানের জায়গায় বিবেচনা করতে হবে। বড়দের সম্মান ও ছোটদের করতে শিখতে হবে। স্কাউটস এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে স্কাউটদের কাজ করতে হবে।
দিনব্যাপী ওয়ার্কশপে উপজেলা ওয়ারী ২০২৪-২০২৫ সালের বাস্তবায়িত কর্মসূচি ও ২০২৫-২০২৬ সালের প্রস্তাবিত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন উপজেলা সম্পাদকগণ। পরবর্তী সময়ে সকলের অংশগ্রহণ ও মতামতের ভিক্তিতে বাংলাদেশ স্কাউটস, নরসিংদী জেলার ২০২৫-২০২৬ সালের বার্ষিক কর্মপরিকল্পনা প্রনয়ন সহ ওয়ার্কশপ সুপারিশমালা ও ঘোষনা পত্র তৈরি করা হয়।


এরপূর্বে জেলা স্কাউটের নবনির্বাচিত কমিটির প্রথম ও ১৬ তম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ঢাকা সিলেট মহাসড়কে ট্রাফিক দায়িত্ব পালনকারী ৭৯ জন স্কাউটারের মাঝে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *