নিজস্ব প্রতিবেদক
এড.সানাউল্লাহ মিয়ার স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী বলেন, এড. সানাউল্লাহ মিয়া ছিলেন বিএনপির দুঃসময়ের কান্ডারী। ওয়ান ইলিভেনের সময়ে বিএনপি আ ‘লীগের নেতা কর্মীরা যখন ছিল দৌড়ের উপর, সেসময় নরসিংদীর কৃতিসন্তান এড.সানাউল্লাহ মিয়া বেগম খালেদা জিয়াসহ হাজার হাজার নেতা কর্মীর পাশে দাপুটের সাথে বিনে পয়সায় আইনী লড়াই করেছেন।
তিনি আরো বলেন, এড. সানাউল্লাহ মিয়া কোন এমপি মন্ত্রী ছিলেন না। তারপরও দলের জন্য, নেতা কর্মীদের জন্যে তিনি নিঃস্বার্থ ভাবে কাজ করেছেন , তিনি ছিলেন জনমানুষের নেতা। আমরা তাঁকে কোন দিন ভুলব না।
নরসিংদীর শিবপুরে কেন্দ্রীয় বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার ৫ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার বিকেলে সানাউল্লাহ মিয়া স্মৃতি সংসদের আয়োজনে কারারচর খাসমহল এলাকায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ্যাডভোকোট সানাউল্লাহ মিয়া স্মৃতি সংসদের সভাপতি মো. শওকত হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ারুল ইসলাম বাদল সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহেদুজ্জামান শাহেদ, পুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফুল হাসান, উপজেলা বিএনপির সদস্য জাকির হোসেন মোল্লা, ইঞ্জি. রাশিদুল কবির স্বপন, জহিরুল হ শাহীন মোল্লা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবুল মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাকিল খন্দকার।
রাতুল নাঈমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলে প্রচার সম্পাদক মশিউর রহমান বশির, হানিফ মাহমুদ, মইনুল ইসলামসহ পুটিয়া ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
