নিজস্ব প্রতিবেদক
নরসিংদী সদর উপজেলা সমাজসেবা উদ্যোগে ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত এতিমখানা ও স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের কর্মসূচির সফল বাস্তবায়ন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার বলেন, সরকার অবহেলিত দুঃস্থ এতিম শিশুদের প্রতিপালনের দায়িত্ব পালনে বদ্ধ পরিকর। সেই মহৎ দায়িত্ব  আপনারা পালন করছেন। এতিমখানায় এতিম শিশুদের জন্য বরাদ্ধকৃত টাকার শতভাগ তাদের খাবার পোষাক ও চিকিৎসা সেবায় ব্যয় করবেন। এতিম শিক্ষার্থীকে নিজ সন্তানের মতো মানুষ করুন।
১৬ এপ্রিল নরসিংদী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনারে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা সমাজ সেবা অফিসার মুহাম্মদ আশরাফুল ইসলাম খান। সেমিনারে মাল্টিমিডিয়ায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস। বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী উপপরিচালক নঈম জাহাঙ্গীর, জেলা স্কাউটস সম্পাদক মনজিল এ মিল্লাত, সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) সুরভী আফরোজ, পাপড়ি ‘র নির্বাহী পরিচালক আবু বাছেদ ভূঞা প্রমুখ।
এবছর নরসিংদী সদর উপজেলার ১২ টি ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানার মোট ৪৮৯ জন এতিম শিশুকে প্রতিমাসে ২,০০০/টাকা ( খাবার ১৬০০ টাকা, পোশাক ২০০ টাকা, চিকিৎসা ২০০ টাকা) করে ২০২৪-২৫ অর্থবছরে সর্বমোট ১ কোটি ১৭ লক্ষ ৩৬ হাজার টাকা প্রদান করা হবে।
এতিমখানাগুলো হলোঃ টাটাপাড়া এতিমখানা ১৪ লক্ষ ৪০ হাজার টাকা , মৈষাদী দারুস সুন্নাহ হাফিজিয়া এতিমখানা কাঁঠালিয়া ৯ লক্ষ ৬০ হাজার টাকা, চর মাধবপুর এতিমখানা আলোকবালী ৪ লক্ষ ৩২ হাজার টাকা, জামেয়া কাসেমীয়া দারুল হান্নান এতিমখানা গাবতলী ৯ লক্ষ ৬০ হাজার টাকা, বাদুয়ারচর দারুল উলুম ইসলামিয়া এতিমখানা বাদুয়ারচর ৯ লক্ষ ৬০ হাজার টাকা, নজরপুর ইউনিয়ন বটতলা এতিমখানা নবীপুর ৭ লক্ষ ৬৮ হাজার টাকা, চরভাসানিয়া মোহাম্দদিয়া দারুল উলুম এতিমখানা মেঘনা বাজার ১২ লক্ষ ৯৬ হাজার টাকা, সাহেপ্রতাব দারুল ইসলামিয়া এতিমখানা ১৫ লক্ষ ৬০ হাজার টাকা, করিমপুর দক্ষিণ পাড়া আকবরিয়া এতিমখানা করিমপুর ৬ লক্ষ ৭২ হাজার টাকা, আখালিয়া দারুল উলুম এতিমখানা সাতগ্রাম ১৫ লক্ষ ৬০ হাজার টাকা, শ্রীনগর ইসলামিয়া এতিমখানা পঞ্চবটি ৪ লক্ষ ৮০ হাজার টাকা ও দারুল কোরআন রহমানিয়া হাফিজিয়া এতিমখানা ঘোড়াদিয়া ৪ লক্ষ ৮০ হাজার টাকা।
নরসিংদী সদর উপজেলায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা ৭৪ টি। এদের মধ্যে প্রতি অর্থবছরে ৮/১০ টি সংস্থাকে সর্বনিম্ন ২০ হাজার ও সর্বোচ্চ ৩০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
উল্লেখ্য, নরসিংদী সদর উপজেলা সমাজ সেবা কার্যালয় বয়স্ক ভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধী ভাতা, হিজড়া ভাতা,অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, বেদে ভাতা,অনগ্রসর শিক্ষা উপবৃত্তি, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, পল্লী সমাজ সেবা,পল্লী মাতৃকেন্দ্র, দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন, প্রবেশন কার্যক্রম, চিকিৎসায় আর্থিক সহযোগিতা, ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানা ও স্বেচ্ছাসেবী সংস্থা নিবন্ধন প্রদান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *