নিজস্ব প্রতিবেদক
বাঞ্ছারামপুরের কৃতি সন্তান মোঃ মাসুদুর রহমান মাসুদ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী সদস্য পদে নির্বাচিত হওয়ায় নরসিংদীস্থ বাঞ্ছারামপুর এসোসিয়েশন কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়।
১৯ মে নরসিংদী রাধুনী রেস্টুরেন্টে সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মোঃ মোতাহার হোসেন অনিক।
জনাব মাসুদুর রহমান মাসুদকে হৃদয় উৎসারিত অভিনন্দন জানান আজকের খোঁজ খবর পত্রিকার সম্পাদক মনজিল এ মিল্লাত, নরসিংদীস্থ বাঞ্ছারামপুর সমিতির সদস্য সচিব মোঃ হারুন অর রশিদ হারুন, যুগ্ম আহ্বায়ক মোঃ আসাদুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন, মোঃ খবির উদ্দিন, মোঃ নাছির উদ্দিন , মোঃ আবুল হাসেম, মোঃ আবদুল হাই, মোঃ আবদুর রাজ্জাক, আনোয়ার পারভেজ, কাজী মোস্তাক হোসেন, কাজী আহসান উল্লাহ, রফিকুল ইসলাম ও আমানুর রহমান প্রমুখ।
জনাব মোঃ মাসুদুর রহমান মাসুদ নরসিংদীস্থ বাঞ্ছারামপুর এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।তিনি একজন দক্ষ সংগঠক ও সমাজসেবক।

সংবর্ধিত মাসুদুর রহমান বলেন, নরসিংদী বাঞ্ছারামপুর এসোসিয়েশন আমাকে যে সম্মান দেখালেন আমি মুগ্ধ, অভিভূত, কৃতজ্ঞ। ফলে সমাজ সেবায় আমার দায়বদ্ধতা আরো বেড়ে গেল।
উল্লেখ্য, আগামী ৩১ মে অনার্স ভর্তি পরীক্ষায় বাঞ্ছারামপুরের শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধায় নরসিংদী সরকারী কলেজ ও ব্রাহ্মন্দী সরকারী স্কুল কেন্দ্রে একটি হেল্প ডেক্স কর্নার স্থাপন করবে নরসিংদীস্থ বাঞ্ছারামপুর এসোসিয়েশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *