নিজস্ব প্রতিবেদক
‘আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ নারী’ – এই শিরোনামে নবধারা প্রি স্কুল নরসিংদীর আয়োজনে ১১ মে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ‘মা’ দিবস আলোচনা অনুষ্ঠান।
নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক এর সভাপতিত্বে “মা” কে নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন চেতনা বিকাশ রহিমা হক কলেজের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম কাঞ্চন, আজকের খোঁজখবর সম্পাদক মনজিল এ মিল্লাত, অভিনেতা কামরুজ্জামান তাপু, কলামিস্ট সরকার ছগীর আহমেদ, ক্রীড়া ব্যক্তিত্ব এম এ মজিদ, নবধারা শিক্ষা পরিবারের পরিচালক বেগম কামরুন নাহার , কবি মনোয়ারা স্মৃতি, খন্দকার পারভেজ হাসান পিনু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবধারা শিক্ষা পরিবারের কো অর্ডিনেটর মাহমুদুল হাসান।
মায়ের সম্পর্কে বলতে গিয়ে অশ্রু সংবরণ করতে পারেননি অনেকেই। উপস্থিত দর্শক শ্রোতাও ভেসেছেন চোখের জলে। সবার উচ্চারণে উঠে আসে মায়ের প্রতি স্নেহ আদর ,ভালোবাসা ও দায়িত্বশীল হওয়ার তাগিদ।
এছাড়াও নবধারা প্রি-স্কুলের শিশু শিক্ষার্থীরা ফুল ও নানা অনুসঙ্গে মাদের প্রতি ভালোবাসা জানায়। উপস্থিত অতিথিগণ এ কার্যক্রমের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, বৃদ্ধাশ্রমে নয় হৃদয়ে থাকুক মা’।