ক্রীড়া প্রতিবেদক
২৭ মে নরসিংদী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাটিরপাড়া কালী কুমার স্কুল এন্ড কলেজের পুকুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় বালকদের তৃণমূল পর্যায়ে সাঁতারের গুরুত্ব তুলে ধরা এবং প্রতিভা অন্বেষণের লক্ষ্যে সাঁতার প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দ্যেশ্য।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এঁর পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান।
জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় সাঁতারুদের উদ্দ্যেশ্যে বলেন, জীবন বাঁচাতে সাঁতারের কোন বিকল্প নেই। এটি শুধুমাত্র একটি ক্রীড়াই নয়, এর মাধ্যমে শরীরের অঙ্গপ্রত্যঙ্গের সঠিক বিকাশ সাধন করা সম্ভব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ, মোহাম্মদ আবু তালেব, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি, সাঁতার প্রশিক্ষক মোঃ আকরাম সরকার এবং ক্ষুদে সাঁতারুদের অভিভাবকবৃন্দ।
বিভিন্ন বিদ্যালয়ের ৩৫জন বালক এর হাতে প্রশিক্ষণের সমাপনী সনদ তুলে দেয়া হয় এবং প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় ভিত্তিতে পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়।
উল্লেখ্য, নদী মাতৃক বাংলাদেশের সকল নাগরিকের সাঁতার জানা প্রয়োজন। তাছাড়া সাঁতার একটি উত্তম জলক্রীড়া। সাঁতার না পারলে বাংলাদেশ স্কাউটসের প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড ও শাপলা কাব এ্যাওয়ার্ড থেকে বঞ্চিত হয়। তবে পরিতাপের বিষয় সাঁতার শেখার উপযোগী পুকুর নেই। নরসিংদী বাসীর দীর্ঘ দিনের দাবী একটি সুইমিংপুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *