• Facebook
  • X
  • Instagram
  • Pinterest
  • WhatsApp
  • RSS Feed
  • TikTok
আজকের খোঁজ খবর
  • জাতীয়
  • সারাদেশ
  • নরসিংদীর খবর
  • সারাদেশ
  • অপরাধ
  • আন্তর্জাতিক
  • খেলা
Search

পলাশে বিএনপি ছাত্রদল সংঘর্ষে আহত ছাত্রদল কর্মীর মৃত্যু

June 21, 2025

নিজস্ব প্রতিবেদক

: নরসিংদীর পলাশে ছাত্রদল—বিএনপির সংঘর্ষে আহত ছাত্রদল কর্মী ইসমাইল হোসেন (২৬) শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। গত ১৫ জুন পলাশ উপজেলার বিএডিসির মুড়ে ছাত্রদল এবং বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের সমর্থকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিতে ইসমাইল হোসেন আহত হয়। ছয় দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
নিহত ইসমাইল ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামের আব্দুর রহিম ভূইয়া ছেলে। তিনি ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা যায়।
নিহত ইসমাইলের পিতা আব্দুর রহিম ভূঁইয়া জানান, শনিবার দুপুর দুই টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার ছেলে ইসমাইল মৃত্যুর কোলে ঢলে পড়েন। ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে এবং হস্তান্তরের পর রাতেই নরসিংদীর পলাশে নিজ এলাকায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার প্রস্তুতি নেয়া হচ্ছে। হত্যায় জড়িত আসামিদের গ্রেপ্তার করে দ্রুত এ হত্যার বিচার দাবি জানান তিনি।
এর আগে গত রবিবার (১৫ জুন) সন্ধ্যায় ঘোড়াশাল পৌরসভার পলাশ বাসস্ট্যান্ড এলাকায় বিএডিসির মোড়ে পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন ও জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে আহত ইসমাইলকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার ৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল মারা যায়। এ ঘটনায় রবিবার রাতেই ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সিয়াম মিয়া বাদী হয়ে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুর কবির জুয়েলকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামী করে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন। অপর দিকে জুয়েলের পক্ষ থেকে আলম মোল্লাসহ বিএনপির কতিপয় নেতাকর্মীদের নাম উল্লেখ্য করে আরেকটি মামলা দায়ের করা হয়।
এ ঘটনার জেরে গত বৃহস্পতিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে বিএনপি নেতা জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে সে কারাগারে রয়েছে।
পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল বলেন, নিহত ইসমাইল হোসেন ছাত্রদলের কর্মী ছিলেন। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল ও তার লোকজনের ছোড়া গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ১৫ জুন ছাত্রদলের পক্ষে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হলে প্রতিপক্ষ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন হামলা ও গুলিবর্ষণ করে। এতে ইসমাইলসহ ১০ জন আহত হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার লাশ নরসিংদীতে আনা হবে।

খুজুন

সর্বশেষ

  • দুর্ঘটনার শিকার সাংবাদিক মজিবুর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

    দুর্ঘটনার শিকার সাংবাদিক মজিবুর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

    November 12, 2025
  • বাংলাদেশ সরঃ প্রাঃ বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক শাহরুখ ইতিয়াক খান সাকিব নির্বাচিত

    বাংলাদেশ সরঃ প্রাঃ বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক শাহরুখ ইতিয়াক খান সাকিব নির্বাচিত

    November 11, 2025
  • পিনাকল চাটার্ড স্কুল এন্ড কলেজে স্কাউট ডে ক্যাম্প -২০২৫ অনুষ্ঠিত

    পিনাকল চাটার্ড স্কুল এন্ড কলেজে স্কাউট ডে ক্যাম্প -২০২৫ অনুষ্ঠিত

    November 6, 2025
  • প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মূলধারায় অন্তর্ভূক্তি করে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে -আসমা জাহান সরকার

    প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মূলধারায় অন্তর্ভূক্তি করে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে -আসমা জাহান সরকার

    November 3, 2025
  • প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মূলধারায় অন্তর্ভূক্তি করে দক্ষ জনসম্পদে পরিণত করতে হবে – আসমা জাহান সরকার

    প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মূলধারায় অন্তর্ভূক্তি করে দক্ষ জনসম্পদে পরিণত করতে হবে – আসমা জাহান সরকার

    November 3, 2025

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

ক্যাটাগরি

  • Uncategorized (6)
  • অপরাধ (4)
  • আন্তর্জাতিক (3)
  • খেলা (16)
  • জাতীয় (308)
  • নরসিংদীর খবর (310)
  • ফিচার (6)
  • সারাদেশ (299)

সম্পাদক ও প্রকাশক

সম্পাদক: মনজিল এ মিল্লাত, প্রকাশক: নাছিমা বেগম

মোবাইল: 01715134082, 01521311299

ইমেইল:ajkerkhojkhabor@gmail.com

অফিস: ৪৮ তরোয়া, নরসিংদী-১৬০০.

Scroll to Top