নিজস্ব প্রতিবেদক
অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প ‘গ্রাম আদালত কার্যক্রম’ সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে এক সমন্বয় সভা ৩০ সেপ্টেম্বর নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মৌসুমি আক্তার রাখী সভায় সভাপতিত্ব করেন। বাংলাদেশ গ্রাম আদালত নরসিংদীর ডিস্ট্রিক্ট ম্যানেজার আহসানুল হক মিটন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ, জেলা তথ্য অফিসার শামীমা নাসরিন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম, সাবেক সভাপতি নিবারণ রায় , শিক্ষক মনজিল এ মিল্লাত , তপন কুমার আর্চায্য, সাংবাদিক মুহাম্মদ জয়নাল আবেদীন, আমজাদ হোসেন, আরিফুল হাসান, এমডিএস নির্বাহী সম্পাদক ফাহিমা খানম , নরসিংদী সদর মডেল মসজিদের খতিব আব্দুল্লাহ যুবায়ের প্রমুখ।
বাংলাদেশের দরিদ্র ও সুর্বিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষত: নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত গোষ্ঠীর মানুষের ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধি করা। নরসিংদী জেলার ৬টি উপজেলার ৭১টি ইউনিয়নকে এর অধীনে নেয়া হয়েছে।