নিজস্ব প্রতিবেদক
” দক্ষ যুব গড়বে দেশ – বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদী যুব প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।
০১ নভেম্বর যুব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ । সভাপতিত্ব করেন যুব উন্নয়ন উপপরিচালক মোঃ মোখলেছুর রহমান।
বক্তব্য রাখেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো অর্ডিনেটর মোঃ মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন সংগঠক শরীফ ইকবাল রাসেল, সফল যুব উদ্যোক্তা সেলিনা আক্তার ,প্রশিক্ষনার্থী মাসুদ রানা, আল মাহমুদ প্রমুখ। আলোচনা শেষে ড্রাইভিং ট্রেনিং, গবাদি পশু, হাঁস মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ, বিউটিশিয়ান , সেলাই মেশিন প্রশিক্ষণ সনদ পত্র বিতরণ ও যুব উদ্যোক্তাদের মাঝে আর্থিক ঋনের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ রফিকুল ইসলাম মিজি ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনজন দাস, যুব উন্নয়নের সহকারী পরিচালক সুব্রত কর, সদর উপজেলা স্কাউটস সম্পাদক মনজিল এ মিল্লাত।
এর পূর্বে যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি বর্ণিল শোভাযাত্রা জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে বের হয়। নরসিংদী আইডিয়াল হাই স্কুলের স্কাউট বাদকদলের উপস্থিতি শোভাযাত্রার সৌন্দর্য বৃদ্ধি করে। তারপর প্রধান অতিথিসহ অন্যান্যরা যুব প্রশিক্ষণ কেন্দ্রে বেশকিছু ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেন।
২ নভেম্বর সকাল ১০ ঘটিকায় যুব দিবসের কর্মসূচীর অংশ হিসেবে নরসিংদী জিরো পয়েন্ট সংলগ্ন পুকুরের কুচরিপানা পরিস্কার করা হবে। মান্যবর জেলা প্রশাসক পুকুর সংস্করণে সকলের সহযোগিতা কামনা করেন।