নিজস্ব প্রতিবেদক
উৎসবমুখর পরিবেশে বর্ণিল আয়োজনে নরসিংদীর ইতিহাসে সবচেয়ে বড় ক্রীড়া আসর রায়পুরা ম্যারাথন ২০২৪ সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর ভোর সাড়ে ৪ ঘটিকায় ৩ টি ক্যাটাগরিতে ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) অনজন দাশ, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম ,সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, রায়পরা রানার্স কমিউনিটি ডাইরেক্টর সবুজ শিকদার।
রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে ম্যারাথন দৌড়ের প্রথম পর্বে ৪২ কি: মি: দ্বিতীয় পর্বে ২১ কি: মি:তৃতীয় পর্বে মিনি ম্যারাথন ১০কি: মি: বাংলাদেশসহ জাপান ,নেদারল্যান্ড, রাশিয়া,চীন ও চেক প্রজাতন্ত্র সহ প্রায় ৬ দেশের ৭ শতাধিক তরুণ যুবক বৃদ্ধ নর নারী দৌড়বিদ অংশ গ্রহণ করে। সবাই একসাথে পায়ে পা মিলিয়ে দৌঁড়ালেন। তাদের চোখে মুখে ছিল বিজয়ের উল্লাস। সবার একটাই প্রত্যাশা ,সবুজ সুন্দর সুস্থভাবে বেড়ে উঠুক আগামী প্রজন্ম।
এবারই প্রথম অংশ গ্রহণ করলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম বকুল, আজকের খোঁজখবর সম্পাদক মনজিল এ মিল্লাত , নদী বাংলা গ্রুপের পরিচালক মোঃ মাহবুবুর রহমান মনিরসহ অনেকে, আবার অনেকে একাধিকবার অংশগ্রহণ করেছে। এই দৌড় প্রতিযোগিতা রাস্তার দু’পাশে হাজার হাজার নারী পুরুষ ,স্কাউট ,আইনশৃংখলা বাহিনীর সদস্যরা করতালীর মাধ্যমে প্রতিযোগীদের উৎসাহিত করলেন ও উপভোগ করলেন। রানার্সদের জন্য এক কিঃমিঃ পর পর ছিল পানি, স্যালাইন পানি,ছোলা, কলা আদা।
আয়োজকরা বলছেন, সবুজ দেশ আর সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে এই ম্যারাথন। শরীর ও মন সুস্থ রাখতে দৌড়ের বিকল্প নেই বলেও জানান দৌড়বিদরা। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে মাদকাসক্ত থেকে ফিরিয়ে আনতে সক্ষম বলেও মনে করেন অনেকে। আগামী বছর আরো ব্যাপক আয়োজনে রায়পুরা ম্যারাথন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
সকাল ১১ টায় পুরস্কার বিতরণ সনদ পত্র প্রাইজ মানি এবং পরিবেশ বান্ধব গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী । এসময় কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনজুর এলাহী, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান, আক্তারুজ্জামান, সবুজ শিকদারসহ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।