নিজস্ব প্রতিবেদক
মারকাযুল উলমিদ দ্বীনিয়্যাহ মাদ্রাসা ব্রাহ্মন্দী , নরসিংদীর ছাত্র অনিক আহম্মেদ রাফি (১২) গত ১২ অক্টোবর থেকে নিখোঁজ। রাফি সকাল ৯ ঘটিকায় মাদ্রাসায় যাওয়ার উদ্যেশ্যে নরসিংদী শহরের পূর্ব ব্রাহ্মন্দী বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। সে মাদ্রাসায়ও যায়নি। পরবর্তীতে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের বাসায় খোঁজ খবর নিয়েও তাকে পাইনি। এখনো খোঁজা খুজি অব্যাহত আছে । নিরুপায় হয়ে গত ১৬ অক্টোবর নরসিংদী মডেল থানায় রাফির বোন রত্না ইসলাম জান্নাত ভাইকে পাওয়ার জন্য সাধারণ ডায়েরী করেছেন। জি ডি নং ৯৮১ তারিখ ১৬-১০-২০২৪।
রাফি শারীরিক গঠনঃ উচ্চতা আনুমানিক ৫ ফুট, গায়ের রং ফর্সা। পড়নে ছিল নেভি ব্লু টি শার্ট, কালো শর্ট প্যান্ট। পুত্র হারানো শোক মা হোসনে আরা বেগম শয্যাশায়ী ও পিতা কে এম সিদ্দিক কাতর।
যদি কোন সহৃয়বান ব্যক্তি অনিক আহম্মেদ রাফির সন্ধান দিন নরসিংদী মডেল থানায় অথবা ০১৪০৭-৮০৭২০৯ নম্বরে  চিরকৃতজ্ঞ থাকিব।

রত্না ইসলাম জান্নাত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *