শরীফ ইকবাল রাসেল:
নরসিংদী মডেল কলেজের উদ্যোগে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার নরসিংদীর ড্রিম হলিডে পার্কে দিনব্যাপী এই অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
নরসিংদী মডেল কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান মো: মাহবুবুল আলম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত তেকে বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মন্জুর এলাহী।
এসময় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. ফকির রফিকুল আলম কিরন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর সিভিল সার্জন ডা: সৈয়দ আমীরুল হক শামীম, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও নরসিংদী মডেল কলেজের রেক্টর প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো: নুরুল ইসলাম, মডেল কলেজের অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম, কলেজের পরিচালক জাকারিয়া মাহমুদও পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও মডেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা: আরিফুল ইসলাম শুভ অন্যরা।
সময় প্রধান অতিথির বক্তৃতায় মন্জুর এলাহী বলেন, নরসিংদীতে সর্ব প্রথম প্রতিষ্ঠা হয় নরসিংদী মডেল কলেজ। আর প্রতিষ্ঠার পর সারাদেশে বোর্ডের তালিকায় বেশ কয়েখবার সুনাম কুড়িয়েছে। সেই সুনাম ধরে রাখার কলেজ কর্তৃপক্ষ পরিশ্রম করে যাচ্ছে।এই কলেজ থেকে কয়েকজন শিক্ষার্থী দেশবরেণ্য হিসেবে আজ প্রতিষ্ঠিত। আমার মনে হয় এই কলেজ নরসিংদীর বেসরকারী শিক্ষা ক্ষেত্রে নেতৃত্ব দেবে এই মডেল কলেজ।
আলোচনা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।