নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে জুলাই আগস্ট -২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যু্ত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
২৮শে নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাশেদ হোসেন চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, নরসিংদী জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াহাব রাশেদ, নরসিংদী সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম, নরসিংদী চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা, আহতদের পক্ষে বক্তব্য রাখেন জেলা ছাত্র সমন্বয়ক সোহান হায়দার সনো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা ফাহিম ভুইয়া রাজ অভি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রী সুমাইয়া আক্তার সেতু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী মুনিয়া রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নরসিংদী সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম রাশেদ তমাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফখরুল ইসলাম, শহীদ তাহমিদের বাবা, শহীদ আমজাদের মা, শহীদ ইমনের বাবা।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন, জেলা নির্বাচন অফিসার আব্দুল মোমেনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে পরিবারবর্গ স্মৃতিচারণ করেন এবং আহত ও সমন্বয়কগণ আন্দোলনের বিভিন্ন বিষয়ে আলোকপাত শেষে মোনাজাতে নিহতদের আত্মার মাগফেরাত, আহতদের দ্রুত আরোগ্য ও একটি সমৃদ্ধ বাংলাদেশের জন্য দোয়া করা হয়।
এছাড়া নরসিংদী জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতের স্মরণে আলোচনা, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *