নিজস্ব প্রতিবেদক
জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার সাধারণ সম্পাদক, প্রাক্তন মুহতামিম ,শিক্ষক, কমিটির সদস্য, উপদেষ্টা ও শুভাকাঙ্খীদের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় সাহেপ্রতাপ মাদ্রাসায় আলোচনা সভায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা। সভাপতিত্ব করেন জামিয়ার সভাপতি ড. মশিউর রহমান মৃধা। বিশেষ মেহমান হিসেবে ছিলেন নরসিংদী সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর কালাম মাহমুদ।
বক্তব্য রাখেন আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান, বাংলাদেশ সেনাবাহিনীর ল্যাপ্টেনেন্ট মোস্তাহিদুর রহমান মৃধা সামি, দি পিপলস ইউনিভার্সিটির প্রভাষক মুশফিকুর রহমান মৃধা , নকসিশ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, নকসিশের সিনিয়র যুগ্ম সম্পাদক ফজলুল হক ফকির, নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মাহবুবুর রহমান মনির, নরসিংসী প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি মোঃ হাবিবুর রহমান, প্লানভিউ কন্সালটেন্ট ফার্মের এমডি প্রকৌশলী জহিরুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার আলহাজ ফারুক সরকার, তাহেরা আছমত মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা খোরশেদ আলম বাতেন, মহিষাশুড়া ইঅনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী কাউসার আহমেদ, জামিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন, জেলা ট্রাক , ট্যাংক লড়ী কভার্ডভ্যান শ্রমিক ইউিনিয়নের সভাপতি মোঃ জাকির মৃধা, সভাপতি আব্দুল আজিজ, জামিয়ার মোহতারিম সাইফুল হাসীদ মজিবুর রহমান নোমানী প্রমুখ।
আলোচনা শেষে, দোয়া পরিচালনা করেন নরসিংদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আলী আহমদ হোসাইনী। দীর্ঘদিন পর একই মঞ্চে আবদুল কাদির মোল্লা ড. মশিউর রহমান মৃধাকে আবেগে আপ্লুত হয়ে জড়িয়ে ধরেন। এই দৃশ্যে খুশি নরসিংদীবাসী।