নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি নরসিংদী সদর উপজেলা পরিষদের হলরুমে ছবিসহ ভোটার তালিকা হামনাগাদ কার্যক্রমের উদ্বোধন ও উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
নতুন ভোটারদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে ২০২৫ নরসিংদো সদর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার।
একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি নির্ভুল ভোটার তালিকা প্রয়োজন উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সদর উপজেলার ভোটার হওয়ার উপযুক্ত একজন ব্যক্তিও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এবং একজন মৃতব্যক্তিও যেন ভোটার তালিকায় অন্তর্ভূক্ত না থাকেন সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সমন্বয় কমিটির সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, মাধবদী থানার পবিত্র সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার নূর মোঃ রুহুল ছগীর, উপজেলা পরিবার পরিকম্পনা অফিসার এ কে এম মনির হোসেন, সমন্বয় কমিটির সদস্য মনজিল এ মিল্লাত, হাজী আবেদ আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ছানাউল্লাহ, ছাত্র প্রতিনিধি মুনিয়া রহমান মনিকা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন নরসিংদী সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ ওমর ফারুক।
আজ থেকে তথ্য সংগ্রহকারী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। যাদের জন্ম ২০০৮ সালের ০১ জানুয়ারি অথবা পূর্বে যাদের জন্ম তাদের। এবং বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদেরকে ভোটার তালিকাভূক্তি এবং মৃত ভোটারদেরকে ভোটার তালিকা হতে কর্তন এবং আবাসস্থল পরিবর্তনের কারণে স্থানাস্তরের বিযয়েও কার্যক্রম গৃহিত হবে। আর ৫ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত নিন্মেউল্লিখিত কেন্দ্রে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে।
মাধবদী পৌরসভার মাধবদী সতি প্রসন্ন ইন্সটিটিউশন কেন্দ্রে ৫ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি ৩ দিন। পাইকারচর ইউনিয়নের বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ৮ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি ০৩ দিন। কাঁঠালিয়া ইউনিয়নের কাঁঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি ০৩ দিন।
আলোকবালী ইউনিয়নের আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি। নুরালাপুর ইউনিয়নের নুরালাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি, মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২২- ২৩ ফেব্রুয়ারি ২ দিন, আমদিয়া ইউনিয়নের বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ে ২৪ ফেব্রুয়ারি এবং ভূইয়ম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৪-২৫ ফেব্রুয়ারি। পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া নগেশ চন্দ্র গুপ্ত উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৭-২৮ ফেব্রুয়ারি, শীলমান্দি ইউনিয়নের বাগহাটা নূর আফতাব আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১-৩ মার্চ, মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে ৪-৬ মার্চ, করিমপুর ইউনিয়নের রসুলপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭-৮ মার্চ, নজরপুর ইউনিয়নের বটতলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৯-১০ মার্চ, হাজীপুর ইউনিয়নের হাজীপুর নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১-১২ মার্চ, চিনিশপুর ইউনিয়নে রাজাদি চিনিশপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১৩ মার্চ এবং ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৪-১৫ মার্চ । নরসিংদী পৌরসভায় নরসিংদী পৌরসভা ভবনে ১-২ নং ওয়ার্ড ১৬ মার্চ, ৩-৫ নং ওয়ার্ড ১৭-১৮ মার্চ , ৬-৭ নং ওয়ার্ড ১৯ মার্চ এবং ৮-৯ নং ওয়ার্ড ২০ মার্চ নিবন্ধন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *