নিজস্ব প্রতিবেদক
: নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ডিসেম্বর মাসকে টাইমলাইন ধরেই নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিতেছে এবং প্রস্তুতির অংশ হিসেবে ভোটার তালিকা তৈরীর কাজও প্রায় শেষ পর্যায়ের দিকে রয়েছে। তিনি গতকাল বুধবার বিকেলে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলী, নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, নরসিংদী স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৌসুমী সরকার রাখী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অন্জন দাশ, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ প্রমুখ।
নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় সরকার নির্বাচনে সংবিধানে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সংসদীয় নির্বাচন অনুষ্ঠান করা এবং রাষ্ট্রপতি নির্বাচন কন্ড্রাক্ট করা। এখন জাতীয় সংসদটা হলো আমাদের মূলত কাজ। এরপর যদি রাজনৈতিক ঐক্যমত হয়, সরকার যদি মনে করে যে সরকার স্থানীয় সরকার নির্বাচন করার জন্য সর্বতোভাবে প্রস্তুত, সরকার যদি নির্বাচন কমিশনকে অনুরোধ করে তাহলে পরে নির্বাচন কমিশন সেটি করবে। তবে আমার ফোকাস হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন।
আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি না এবং সেখানে নৌকা প্রতীক থাকবে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্ত।
এছাড়া এটি বলার এখনো সময় আসেনি যে, ব্যলট পেপারে কোন মার্কা থাকবে কি না। সময়ই বলে দিবে কোন কোন প্রার্থী নির্বাচন করবেন এবং ব্যালটে কোন কোন মার্কা থাকবে।





