নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টির লক্ষ্যে রচনা , পাঠাভ্যাস , বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, পরিবার থেকেই দূর্নীতির সূচনা হয়। কন্যা সন্তানের চাইতে পুত্র সন্তানের প্রতি অধিক সুবিধা প্রদানের বহু নজির রয়েছে এই সমাজ ব্যবস্থায়। এছাড়াও তিনি দেশ বিদেশের ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরে বলেন আমি এমন অনেক দেশ দেখেছি যারা শুধু দূর্নীতিমুক্ত থাকার কারণে অনেক সমৃদ্ধ। আমি বলতে চাই দুর্নীতিমুক্ত দেশই সমৃদ্ধির পথ দেখায়।

২ নভেম্বর বিকেলে নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমসের অডিটরিয়ামে নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সততা সংঘের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত দুনীর্তি বিরোধী চূড়ান্ত বির্তক প্রতিযোগিতায় নরসিংদী সরকারি কলেজ দল (বিপক্ষ দল) চ্যাম্পিয়ন এবং রানার আপ হয়েছে নরসিংদী সরকারি মহিলা কলেজ দল ( পক্ষ দল)। শ্রেষ্ঠ বক্তা হয়েছে পক্ষ দলের দলনেতা আদ্রিতা রহমান। বিতর্কের বিষয় ছিল ‘দুনীর্তি দমনের রাজনৈতিক সদিচ্ছাই মুখ্য ভূমিকা পালন করে ’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুর এর উপপরিচালক মো: নাজমুল হুসাইন ও জেলা শিক্ষা অফিসার এ,এস,এম আব্দুল খালেক। মডারেটরের দায়িত্ব পালন করেন নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী।

প্রধান অতিথি মোহাম্মদ আনোয়ার হোসেন আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি অফিস আদালতে দুনীর্তি বন্ধ করতে পারলে দেশ দুনীর্তি মুক্ত হবে। তবে সবার আগে প্রত্যেকে নিজেকে দুনীর্তি মুক্ত রাখতে পারলে দেশ থেকে দুনীর্তি মুক্ত হবে। তিনি জেলা শিক্ষা অফিসারকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা চর্চার জন্য ” সততা স্টোর” চালু করার কথা বলেন।
জেলা প্রতিরোধ কমিটির সহ সভাপতি সহযোগী অধ্যাপক মো: তফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা ও সচেতনতামূলক সভায় আরো বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন নাজির, নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমসের প্রধান শিক্ষক মো: ইমন হোসেন, প্রতিরোধ কমিটির সদস্য হলধর দাস ও মনজিল এ মিল্লাত । এসময় দুদকের সহকারী পরিচালক মশিউর রহমান, নরসিংদী সরকারী বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত ) রমজান আলী সরকারসহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতা বিচারক প্যানেলে ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক, নরসিংদী মডেল কলেজের প্রভাষক শহিদুল ইসলাম মিলন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী, রানার আপ দলের মধ্যে অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন। এছাড়াও মাসব্যাপী রচনা প্রতিযোগিতা ও পাঠাভ্যাস প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন গ্রুপের ৩৬ জন শিক্ষার্থীর মধ্যে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
.




