নিজস্ব প্রতিবেদক
নবধারা প্রি স্কুল নরসিংদীর ক্ষুদে শিক্ষার্থীদের প্রথম পর্বের আনন্দ ছলে মেধা মূল্যায়ন অভিযাত্রার স্বপ্ন সিঁড়ি -২০২৫ শিরোনামে প্রকাশ করা হয়েছে।
গত ১৭ মে নবধারা প্রি স্কুল প্রথম পর্ব মূল্যায়ন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী।
বক্তব্য রাখেন আজকের খোঁজখবর পত্রিকার সম্পাদক মনজিল এ মিল্লাত, সহকারী জেলা তথ্য অফিসার আফসানা আক্তার, শিবপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এ কে আবু রায়হান, নবধারা প্রি স্কুলের পরিচালক কামরুন নাহার, কোঅর্ডিনেটর মাহমুদুল হাসান। সভাপতিত্ব করেন নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার বলেন, আমি অতিথি হিসেবে নয় অভিভাবক হিসেবে এসেছি। নবধারায় আমার সন্তানকে দিয়ে নিশ্চিন্তে থাকি। শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতি খুবই আন্তরিক। শিশু শিক্ষায় নরসিংদীতে নবধারা একটি মডেল।
উল্লেখ্য, নরসিংদী শহরের প্রাণকেন্দ্রে নবধারা শিক্ষা প্রতিষ্ঠানটি চালুর পর থেকে নানান রকম ব্যতিক্রমী শিক্ষা বিষয়ক কর্মকান্ডের মাধ্যমে সর্বমহলের প্রশংসা কুড়িয়েছে।