নিজস্ব প্রতিবেদক
১০ মে নরসিংদী সদরের হযরত কাবুল শাহ নরসিংদী কালেক্টরেট পাবলিক স্কুল পরিদর্শন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রথম সভাপতি তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বর্তমান মহাপরিচালক ( অতিরিক্ত সচিব) পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া ড. এ কে এম অলি উল্যা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) অনজন দাশ, পল্লী উন্নয়ন একাডেমীর পরিচালক ইন্জিনিয়ার মোঃ ফেরদৌস হোসেন খান, সহকারী কমিশনার ও স্কুলের অধ্যক্ষ এ এইচ এম আজিজুল হক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা, ম্যানেজিং কমিটির সদস্য মনজিল এ মিল্লাত, মোঃ মোস্তফা মিয়া, আমিনুল ইসলাম বাবুল খন্দকার, আবুল হাসেম মাস্টার ,সাংবাদিক হলধর দাসসহ স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
ড.এ কে এম অলি উল্যা ১৯-১২-২০১১ থেকে ১১-১১-২০১৩ সাল পর্যন্ত প্রি স্কুলের অধ্যক্ষ ও মাজার কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি সেই সময়কার স্মৃতি চারণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন। সেই সময়ে নরসিংদী শহরতলীর অবহেলিত এলাকা ছিল তরোয়া মাজার এলাকা। এখানে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। মাজার এলাকার পরিবেশও ভালো ছিল না। মাজারের পরিবেশ উন্নয়নের জন্য তৎকালীন জেলা প্রশাসক মোঃ ওবাদুল আজম এই স্কুলটি চালু করেন এবং ড.এ কে এম অলি উল্যাকে দায়িত্ব প্রদান করেন। তিনি স্কুলের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করার জন্য জেলা প্রশাসক, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট স্থানীয় ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানান।
পরবর্তীতে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান ব্যবসায়ী শিল্পপতিতে আর্থিক সহযোগিতায় একটি দ্বিতল ভবন এবং শিক্ষা প্রকৌশলের অর্থায়নে আরেক ভবন নির্মাণ করে বিদ্যালয়ের অবকাঠামোর ব্যাপক উন্নয়নসহ জুনিয়র স্কুলে উন্নতি করেন। অধ্যক্ষের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ কামাল হোসেন। এর ধারাবাহিকতায় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, ড. সুভাষ চন্দ্র বিশ্বাস , আবু নঈম মারুফ খান, ড. বদিউল আলম ও বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বিদ্যালয়টির উন্নয়নে কাজ করছেন। গত ৭ মে স্কুলের সকল শিক্ষার্থীদের স্কুল ড্রেস কেডস, শিক্ষকদের ইউনিফর্ম এবং প্রচুর পরিমাণে ক্রীড়া সামগ্রী প্রদান করেন।
